মিঠাইকে হারাতে চলে এল নতুন ধারাবাহিক, মুক্তি পেল ধারাবাহিকের প্রোমো

জি বাংলার মিঠাই ধারাবাহিককে টেক্কা দেওয়ার জন্য এতদিন স্টার জলসা বহু নতুন নতুন স্বাদের ধারাবাহিক এনেছে। কিন্তু কিছুতেই মিঠাই রানীকে তার জায়গা থেকে সরানো যায়নি। মাঝে কিছুদিনের জন্য টিআরপি টপারের আসন থেকে সরে গেলেও মিঠাইরানী আবার টিআরপি কুইন হয়ে বসেছে। প্রতিবার মিঠাই প্রমাণ করেছে ছিটকে গিয়েও সে আবার টপে ফিরে আসার ক্ষমতা রাখে।

তবুও অন্যান্য চ্যানেলে যখনই নতুন কোনও ধারাবাহিকের ঘোষণা হয়, তখন দর্শকরা মনে করেন এবার বুঝি মিঠাইয়ের নম্বর কাটা যাবে। সান বাংলার (Sun Bangla) আসন্ন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) দেখেও তেমনটাই মনে করছেন দর্শকরা। সদ্য মুক্তি পেয়েছে এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো।

‘জয়ী’ এবং ‘আলো ছায়া’ ধারাবাহিকের পর দেবাদৃতা বসু এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। জি বাংলার এই নায়িকা মাঝে কিছুদিন স্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকেও অভিনয় করেন। কিন্তু সেই ধারাবাহিক বেশিদিন চলেনি। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর মাঝে কয়েক মাসের ব্রেক নিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। এবার আবার তার ক্যামেরার সামনে ফেরার পালা।

আসন্ন ধারাবাহিকে দেবাদৃতা বসুর বিপরীতে থাকছেন জন ভট্টাচার্য। রিমলি ধারাবাহিকের নায়ক তথা মিঠাই ধারাবাহিকের খলনায়ক জন ভট্টাচার্যকেও বেশ পছন্দ করেন দর্শকরা। আপাতত মিঠাই ধারাবাহিক ওমি আগরওয়ালের চরিত্রে মোদক বাড়ির বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন জন।

ওমি আগারওয়াল মনোহরাতে বোম ব্লাস্টিং করানোর প্ল্যান নিয়েছে। ছদ্মবেশে মনোহরাতে গিয়ে বোম লুকিয়ে এসেছে সে। সিসিটিভি ফুটেজে মোদক বাড়ির প্রত্যেক সদস্যের গতিবিধি নজর রাখছে ওমি। কিন্তু ধারাবাহিকের এই ট্র্যাক শেষ হয়ে যেতেই জন ভট্টাচার্যকে আর মিঠাই ধারাবাহিকে দেখা যাবে না। বদলে তার দেখা মিলবে নতুন ধারাবাহিকে।

দেবাদৃতা বসু সান বাংলার এই নতুন ধারাবাহিকের প্রোমোটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি আবার ধারাবাহিকে ফিরবেন এই খবর শুনেই দারুণ খুশি তার ভক্তরা। জি বাংলা বা স্টার জলসাতে নয়, সান বাংলাতে নায়িকার ভূমিকায় পাওয়া যাবে অভিনেত্রীকে। সঙ্গে থাকছেন জন ভট্টাচার্য। এই ধারাবাহিকে হাত ধরে বহু সময় পর আবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন অভিনেতা।