শেষ হয়ে গেল ‘ডান্স বাংলা ডান্স ২০২১’, বিজয়ী পেল এই টাকার পুরস্কার

দীর্ঘ ৭ মাসের যাত্রার শেষে অবশেষে গ্র্যান্ড ফিনালের দিনে পৌঁছে গেল ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। টেলিভিশনের ইতিহাসে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়ে টিআরপি রেটিং তালিকায় এতদিন শীর্ষস্থান দখল করে ছিল জি বাংলার (Zee Bangla) এই ডান্স রিয়েলিটি শো। সদ্য ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সেরার সেরা প্রতিভাদের বেছে নিলেন বিচারকরা। ডান্স বাংলা ডান্স সিজন ১১ তে রবিবার গ্র্যান্ড ফিনালের সম্প্রচার করা হয়েছিল। সেরা ৬ ফাইনালিস্টদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করে সেরার সেরাদের বেছে নিয়েছেন গোবিন্দা, জিৎ, শুভশ্রীরা।

এই টপ ৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন ঋষিতা, সৌভিক-মেঘা, অর্ণব-সুকন্যা, গ্যাং স্ট্রিট মাফিয়া, আর পি ব্রাদার্স এবং রেইস-পলাশ। এদের মধ্য থেকে ফাইনাল ট্রফি জিতে নিলেন অর্ণব-সুকন্যা। অর্ণব একটি ডান্স স্কুলের শিক্ষক এবং সুকন্যা তার ছাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে গ্যাং স্ট্রিট মাফিয়ার সদস্যরা। খড়গপুর থেকে ৯ জন সদস্যের এই দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলেন। দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় স্থান দখল করেছে ‘ওয়ান্ডার কিড’ ঋষিতা। হাতের চোট নিয়েও সে যেরকম পারফরম্যান্স তুলে ধরেছে বিচারকদের সামনে তাতে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।

চতুর্থ স্থানে রয়েছেন সৌভিক এবং মেঘা জুটি। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘পিলু’তে অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছেন মেঘা। খুব তাড়াতাড়িই এই নতুন ধারাবাহিক শুরু হবে। প্রতিযোগীদের মধ্যে সকলেই পুরস্কারবাবদ অনুরাগীদের ভালোবাসা, আশীর্বাদসহ জিতে নিয়েছেন আরও অনেক পুরস্কার।

অর্ণব এবং সুকন্যা বিজয়ী ট্রফি ছাড়াও মোট ৯ লক্ষ টাকা পেয়েছেন। বহু সংগ্রামের পর আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন তারা। বিজয়ের ট্রফি পেয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসেবে গ্যাংস্ট্রিট মাফিয়া ও ঋষিতা পেলেন ২ লক্ষ টাকা। বলিউড সুপারস্টার গোবিন্দা, টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী গাঙ্গুলী এবং সুপারস্টার জিৎ ‌ বিচারক হিসেবে সেরার সেরাদের বেছে নিয়েছেন।

বাংলার চারজন অভিনেতা তথা নৃত্যশিল্পী ওম সাহানি, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র এবং সৌমিলি বিশ্বাস নৃত্যগুরুর দায়িত্ব সামলেছেন। অঙ্কুশ হাজরা এবং বিক্রম চট্টোপাধ্যায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন। করোনাকালে সকলের যখন মন খারাপ, তখন দর্শক এবং প্রতিযোগীদের মুশকিল আসান করতে নাচ হয়ে উঠেছিল একমাত্র হাতিয়ার। তাই ডান্স বাংলা ডান্সের এবারের থিম ছিল ‘নাচলেই হবে মুশকিল আসান’।