নতুন বছরের শুরুতে আসছে নতুন সিরিয়াল, আড়াই বছর পর নায়িকার ভুমিকায় পায়েল

স্টার জলসার (Star Jalsha) দুর্গাই এবার কালার্স বাংলার (Colours Bangla) আনন্দী! টানা আড়াই বছরের বিরতির পর ফের ধারাবাহিকে নায়িকার ভূমিকায় ফিরলেন অভিনেত্রী পায়েল দে (Payel Dey)। যদিও এই আড়াই বছরের বিরতিতে বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তার অভিনয় বরাবর প্রশংসিত হয়। এবার ঋষি কৌশিকের (Rishi Koushik) সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরলেন পায়েল দে।

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’ (Sona Roder Gaan) এর মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পায়েল। নতুন বছরের শুরুতেই শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। ধারাবাহিকে প্রোমো ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। পায়েল এবং ঋষি কৌশিক ছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য আকর্ষণ সোহিনী সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সৌম্যরা।

মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আজকের এই অত্যাধুনিক সমাজে দাঁড়িয়েও কোন কোন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তা এই ধারাবাহিকের বিষয়বস্তু। জীবনের এক চ্যালেঞ্জের মুহূর্তে এসে বদলে যাবে ধারাবাহিকের নায়িকা আনন্দীর জীবন। সহজ-সরল মেয়েটিও প্রতিবাদের ভাষা শিখবে। ঘুরে দাঁড়াবার সাহস পাবে। পরিবারের সংকটের সময় সেই হয়ে উঠবে ত্রাতা। এমনই এক জ্যান্ত দুর্গার গল্প শোনাবে ‘সোনা রোদের গান’।

পর্দার বাইরে বাস্তব জীবনে পায়েল বিবাহিতা। তার এবং তার স্বামী দ্বৈপায়ন দাসের একমাত্র পুত্র মেরাখের বয়স এখন সবে আড়াই বছর। ছেলে ছোট। ছেলের কারণেই এতদিন ধারাবাহিকের প্রধান চরিত্রের প্রস্তাব ফিরিয়েছেন পায়েল। তবে আড়াই বছরের মেরাখকে বাড়িতে রেখে এখন কাজে বেরোতে পারেন পায়েল। তাই তিনি এই নতুন চ্যালেঞ্জ আনন্দের সঙ্গে নিয়ে নিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রসঙ্গে পায়েল বলেছেন, ”আড়াই বছর মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে মেরাখ (পায়েলের ছেলের নাম)। ও এত ছোট ছিল যে আমি ওকে সময় দিতাম। এখনও ও ছোট, তবে ওকে রেখে কাজে বেরতে পারি এখন। তাই আড়াই বছর আবার এভাবে ফিরলাম।”

ধারাবাহিকের চরিত্র আনন্দীর সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান পায়েল। প্রথম যখন তার কাছে এই অভিনয়ের প্রস্তাব আসে তখন তিনি জানতেন না তিনিই নায়িকা। চিত্রনাট্যের পড়ে প্রস্তুতি নেওয়ার পর তিনি জানতে পারেন। তখন তার আনন্দ বাঁধ ভেঙেছিল। বিশেষত সোহিনী সেনগুপ্তের মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন পায়েল।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে পায়েল জানিয়েছেন, ”সোহিনী ম্যাম আমার কাছে জনপ্রিয় চরিত্র ‘পুটুপিসি’ নয়, উনি শিক্ষিকা। সোহিনী সেনগুপ্ত মানে নান্দীকার, থিয়েটার, ম্যাডাম। আর ঋষিদার মতো প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছি। খুবই ভাল লাগছে।” আপাতত নতুন কাজ নিয়ে বেজায় উৎসাহিত পায়েল। পায়েলকে নতুন করে ধারাবাহিকের পর্দায় দেখতে পাওয়ার খবরে ঋষি-পায়েল জুটিকে নিয়ে উৎসাহ দর্শকের মধ্যেও কিছু কম নেই।