বাংলা সিরিয়ালে ঘোর দুর্দিন, মন ফাগুন এবং উমার পর বন্ধের মুখে এই সিরিয়াল

এই আগস্ট মাসজুড়ে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জন্য অত্যন্ত খারাপ সময় চলছে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে এই মাসে। দর্শকদের মন তাই এমনিতেই খুবই খারাপ। তার উপর আবার ফের এক ধারাবাহিকের বন্ধের খবর পাওয়া গেল। যার জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরা। চ্যানেলের সিদ্ধান্তে এবার কোপের মুখে পড়তে চলেছে আরও এক ধারাবাহিক।

স্টার জলসা এবং জি বাংলাতে নতুন নতুন ধারাবাহিকের মেলা লেগেছে। যে কারণে পুরনো ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল। এখন কেবল সেই ধারাবাহিকগুলিকেই টিকিয়ে রাখা হচ্ছে যেগুলো টিআরপি তালিকাতে ভাল ফল দিচ্ছে। টিআরপি তালিকায় এঁটে উঠতে না ফেরে এবার বন্ধ হতে চলেছে কালার্স বাংলার (Colours Bangla) একটি সিরিয়াল।

টিআরপি কম থাকার কারণে জি বাংলা এবং স্টার জলসা ধারাবাহিক চালানোর থেকে বন্ধ করার সিদ্ধান্ত বহাল রাখছে। কালার্স বাংলাও এবার ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকটি বন্ধ করে দেবে। সম্প্রতি নতুন টাইম স্লট প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে আগামী সোমবার থেকে ‘জয় জগন্নাথ’ এর জায়গায় সন্ধ্যে ৬.৩০ টার সময় ‘মৌয়ের বাড়ি’র সম্প্রচার হবে।

কালার্স বাংলাতে আসছে নতুন ধারাবাহিক ‘ক্যানিং-এর মিনু’। এই নতুন ধারাবাহিকের জন্যই চ্যানেলের কোপের মুখে পড়তে হচ্ছে ‘জয় জগন্নাথ’কে। প্রথম থেকেই ভাল টিআরপি দিতে পারছিল না এই ধারাবাহিক। এমনিতে বাংলা চ্যানেলগুলোতে ভক্তিমূলক ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই বাংলা চ্যানেলগুলো পর পর বেশ কিছু ভক্তিমূলক ধারাবাহিক এনেছে। তবে স্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’র পর এবার খুব কম সময়ের মধ্যেই বন্ধের মুখে ‘জয় জগন্নাথ’।

টিআরপির অভাবে মাত্র ৯ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন বিপুল পাত্র। গত বছরের ২২শে নভেম্বর ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল। কিন্তু শুরুর দিন থেকে টিআরপি তালিকাতে তেমন প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। তাই আগামী রবিবার অর্থাৎ ২১শে আগস্ট ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে।