

বলিউড সেলিব্রিটিদের সন্তান বলে কথা! রাজপুত্র-রাজকন্যার তুলনায় তাদের জীবন কম কিসের? শাহরুখ খান, সাইফ আলি খান, থেকে শ্রীদেবীরা তাদের সন্তানদের মুম্বাইয়ের নামী স্কুলে পড়াশোনা শিখিয়েছেন। উচ্চশিক্ষার জন্য তাদের পছন্দ ছিল বিদেশের নামী কলেজ। জানেন কি বলিউডের ভাবী তারকারা পড়াশোনা শিখেছেন কোথা থেকে? এই প্রতিবেদনে রইল সেই স্কুলের নাম।
ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষার জন্য বিদেশ নয়, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, সুহানা খান, আরিয়ান খান থেকে অনন্যা পান্ডেদের বাবা-মায়েরা ছেলেমেয়েদের পড়াশোনা শেখাতে ত্রুটি রাখেননি কোনও। তাই তো তাদের পছন্দ ছিল মুম্বাইয়ের নামী প্রতিষ্ঠান ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School)।
ইব্রাহিম আলি খান এবং সারা আলি খান (Ibrahim Ali Khan & Sara Ali Khan) : সেইফ আলি খান এবং অমৃতা সিংয়ের দুই সন্তানকে মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় অবস্থিত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয়েছিল। সারাকে অবশ্য প্রথমে মুম্বাইয়ের বেসন্ত মন্টেসরি স্কুলে ভর্তি করা হয়। তারপর তার স্কুল বদলে দেওয়া হয়েছিল। স্কুলের পাট চুকিয়ে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হন সারা। আর ইব্রাহিম এই মুহূর্তে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছেন। তিনি লস অ্যাঞ্জেলসে ফিল্ম স্কুলে স্কুলে ভর্তি হতে চান।
আরিয়ান খান এবং সুহানা খান (Aaryan Khan & Suhana Khan) : ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছিলেন এই দুই ভাইবোন। আরিয়ান এই স্কুল থেকে পাশ করে বেরিয়ে ব্রিটেনের সেভেনোয়াকস স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপর লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা করে তিনি ফিরে আসেন দেশে। তার বোন সুহানাও ধীরুভাই আম্বানী স্কুল থেকে পড়াশোনা করার পর লন্ডনের অরডিংলি কলেজে ভর্তি হন।
জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর (Janhvi Kapoor & Khusi Kapoor) : শ্রীদেবীর দুই কন্যাকেও ভর্তি করানো হয়েছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। তার বড় মেয়ে জাহ্নবী ছোটবেলায় ইকোলে মন্ডিয়ালে ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর ধীরুভাই আম্বানী স্কুলে পড়াশোনা করার পর তিনি চলে যান আমেরিকার লি ট্রার্সবার ইন্সটিটিউটে। অন্যদিকে খুশিও একই স্কুল থেকে পড়ে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ভর্তি হন।
অনন্যা পান্ডে (Ananya Pandey) : চাঙ্কি পান্ডের কন্যা অন্যান্যাও তারকা সন্তানদের মতো ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিকভাবে পড়াশোনা করেন। তারপর লস অ্যাঞ্জেলসে ইউএসসি অ্যানেবার্গ স্কুল থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য আবেদন করেন কিন্তু অভিনয়ের চাপে সেখানে ভর্তি হতে পারেননি অনন্যা।