দেখলেই গা শিউরে ওঠে, হিরো নয় ভিলেনের জন্যই সুপারহিট এই ৮ হিন্দি সিনেমা

হিরো নয় ভিলেনের জন্যই সুপারহিট এই ৮ বলিউড সিনেমা

Bollywood Movies Where Villains Are Remembered More Than Heroes : ছবির যেমন হিরোদের দেখার জন্য যেমন দর্শকরা ভিড় জমান প্রেক্ষাগৃহে ঠিক তেমনি বলিউড (Bollywood)-এ এমন কিছু ছবি রয়েছে যেগুলি বক্স অফিসে সফল হয়েছে শুধুমাত্র‌ ছবির খলনায়িকাদের জন্য। দর্শকরা এই ছবিগুলোর খলনায়কে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন প্রেক্ষাগৃহে। এমনই কয়েকটি ছবির নাম দেওয়া হয়েছে এই তালিকায়।

এক ভিলেন (Ek Villain) : অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)-র জীবনের সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম হল এটি। এই ছবিতে প্রথমবার ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)-কে। ছবিতে তার অভিনয় সকলকে চমকে দিয়েছিল।

Bollywood Movies Where Villains Are Remembered More Than Heroes

 

অগ্নিপথ (Agneepath) : হৃতিক রোশন (Hrithik Roshan) ও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অভিনীত ব্লকবাস্টার এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ছবিতে তার অভিনয় মানুষের মনে ছাপ ফেলেছিল।

ডর (Darr) : বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবিটি বক্স অফিসে ভাল ফল করেছিল। শাহরুখ খানকেই প্রথমবার এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সানি দেওল (Sunny Deol) ও জুহি চাওলা (Juhi Chawla)।

Bollywood Movies Where Villains Are Remembered More Than Heroes

মিস্টার ইন্ডিয়া (Mr India) : বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম হল এই ছবিটি। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। তবে ছবির বিখ্যাত খলনায়ক মোগ্যাম্বোর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিননেতা অমরীশ পুরী (Amrish Puri)।

তানহাজি (Tanhaji) : মারাঠা বীর তানহাজির জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল এই ছবিটি। ওম রাউতের পরিচালনায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন (Ajay Devgn)। তবে খলনায়কের ভূমিকায় অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)।

Bollywood Movies Where Villains Are Remembered More Than Heroes

কেজিএফ ২ (KGF 2) : গত বছর মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘কেজিএফ ২’। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা যশ (Yash) এবং ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে তাকে টক্কর দিয়েছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।

PUSHPA

পুষ্পা (Pushpa) : আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত গত বছরের ব্লকবাস্টার ছবি হল ‘পুষ্পা’ খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় পার্ট। ছবির ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ ফজল (Fawad Fazal)-কে।

আরও পড়ুন : ‘পুষ্পা’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, নিজের পায়ে কুড়োল মেরে পস্তাচ্ছেন এই ৬ তারকা

মর্দানি ২ (Mardaani 2) : রানী মুখার্জী (Rani Mukerji) অভিনীত ‘মর্দানি ২’ বক্স অফিসে ভাল ফল করেছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রানী মুখার্জী। তবে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা বিশাল জেঠওয়া (Vishal Jethwa)। তিনি এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

আরও পড়ুন : বলিউডের সুপারহিট ১০ নায়িকা, বক্স অফিসে তুলেছেন ঝড়