মোবাইল জিপিএসে কার গলা শোনা যায়? রইল জিপিএস গার্লের আসল পরিচয়

মোবাইলের ‘জিপিএস গার্ল’ আসলে কে জানেন? বাস্তবে তিনি এক জনপ্রিয় গায়িকা

GPS Girl : শহরের অজানা গলি হোক কিংবা ভুল ঠিকানা, সব কিছুই খুঁজে পাওয়া যায় স্মার্টফোনে থাকা জিপিএস (GPS)-এর মাধ্যমে। জিপিএসের থাকা অজানা এক নারী কন্ঠই এই পথ চিনিয়ে নিয়ে যায় আমাদের গন্তব্যে। অনেকের মাথায় প্রশ্নে আসে যে এই অচেনা গলাটা কার? জিপিএসে যে নারী কন্ঠ শোনা যায় তা হল ক্যারেন এলিজাবেথ জ্যাকবসেন (Karen Elisabeth Jacobsen)-এর।

আসলে ছোটবেলা থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন ক্যারেন। সেই স্বপ্ন পূরণ করতেই তিনি অস্ট্রেলিয়া থেকে আমেরিকার নিউ ইয়র্কে এসেছিলেন। গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকার বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে পড়ে থাকতেন তিনি।

Karen Elisabeth Jacobsen

২ বছর কেটে যাওয়ার পরেও তার কেরিয়ারে কোনও সাফল্য আসেনি। কিন্তু তারপর ২০০২ সালে প্রথম কন্ঠ শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। যদিও সেই কাজ নিয়ে তার মধ্যে খুব বেশি উৎসাহ ছিল না। তাও কাজটি করেছিলেন তিনি।

এই কাজের জন্য অডিশনও দিতে হয়েছিল তাকে। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছিলেন, “যে সংস্থার হয়ে আমি অডিশন দিতে গিয়েছিলাম, সেই সংস্থা এমন এক জন কণ্ঠশিল্পীকে খুঁজছিল যে অস্ট্রেলিয়ার নাগরিক হলেও আমেরিকায় বসবাস করে। সব কিছুই আমার সঙ্গে মিলে গিয়েছিল। আবার আমার কণ্ঠও তাদের পছন্দ হয়েছিল।”

Karen Elisabeth Jacobsen

তিনি আরও জানিয়েছিলেন, “ওই সংস্থা এমন একটা কণ্ঠ চাইছিল, যা শান্ত, সামঞ্জস্যপূর্ণ এবং স্পষ্ট। আর সেই কারণেই আমাকে কাজটি দেওয়া হয়।” পরে তাকে জানানো হয় যে তার কন্ঠ জিপিএসে ব্যবহার করা হবে।

আরও পড়ুন : তার ছাড়াই বাড়ি বাড়ি পৌঁছাবে বিদ্যুৎ! আবিস্কার হল নতুন প্রযুক্তি

জিপিএসে ব্যবহার করার জন্য একাধিক ইংরেজি শব্দ রেকর্ড করানো হয় ক্যারেনকে দিয়ে। এই সম্পূর্ণ রেকর্ডিং সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় ৫০ ঘন্টা। কাজের মাঝে মাত্র চার ঘণ্টা পর পর বিশ্রাম দেওয়া হত তাকে। তার রেকর্ড করা সেই কন্ঠ এখন বিশ্বের সকল মানুষ জিপিএস খুললেই শুনতে পান।