জাত ধর্মের ঠিক নেই, বলিউডের এই তারকারা তাদের বাবা মায়ের আসল পরিচয় জানাতে লজ্জা পায়

বলিউডের (Bollywood) তারকাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জাতি-ধর্মের (Different Caste) বাছ-বিচার তেমন করেন না। বলিউডের অভ্যন্তরে অনেক অভিনেতা এবং অভিনেত্রী ভিন্ন ধর্মে বিবাহ করেছেন। আবার অনেক তারকার বাবা-মায়েরাও ভিন্ন ধর্মের মানুষ। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের তেমন ১০ তারকার তালিকা যাদের বাবা-মায়েদের জাত-ধর্ম আলাদা।

টাইগার শ্রফ (Tiger Shroff) : নতুন প্রজন্মের বলিউড তারকাদের মধ্যে এগিয়ে রয়েছেন টাইগার শ্রফ। বলিউডে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন। তার বাবা জ্যাকি শ্রফও বলিউডের একজন খ্যাতনামা স্টার। টাইগার একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার ঠাকুরদাদা এবং দাদু যথাক্রমে গুজরাতি ও বাঙালি। তার ঠাকুরমা এবং দিদা যথাক্রমে তুর্কমেনিস্তানি এবং মুসলমান।

করিনা কাপুর এবং করিশ্মা কাপুর (Karina Kapoor And Karishma Kapoor) : করিনা ও করিশ্মা দুজনেই কাপুর বংশের সন্তান। অভিনয় গুণে দুজনেই বলিউডে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন। তাদের মা ববিতা কাপুর জন্মসুত্রে একজন ব্রিটিশ। অন্যদিকে তাদের বাবা রণধীর কাপুর ভারতীয়।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনা নিজে একজন বিদেশি। তার জন্ম হয়েছিল হংকংয়ে। ক্যাটরিনা ব্রিটিশ হওয়ার পাশাপাশি আংশিক ভারতীয়। তার মা সুজান টারকোটে একজন ইংরেজ। অন্যদিকে তার বাবা মোহাম্মদ কাইফ, যিনি একজন কাশ্মীরি বংশোদ্ভুত ব্যবসায়ী। ক্যাটরিনা যুক্তরাজ্যের নাগরিকত্ব ধারণ করেন এবং গত ১৫ বছর ধরে তিনি ওয়ার্ক ভিসায় ভারতে বসবাস করছেন।

কল্কি কোয়েচলিন (Kalki Koechlin) : বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর বাবা জোয়েল কোয়েচলিন এবং মা ফ্রাঙ্কোইস আরমান্ডি। ১৯৭০ এর দশকে তারা ভারতবর্ষে এসেছিলেন এবং এই দেশের প্রেমে পড়ে গিয়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৪ সালে পন্ডিচেরিতে জন্ম নেন তাদের মেয়ে কল্কি।

আলিয়া ভাট (Alia Bhatt) : আলিয়া ভাটকেও পুরোপুরি ভারতীয় বলা চলে না। তিনি একবার একটি পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন তার দাদু এবং দিদা ছিলেন জার্মানির বাসিন্দা। তার দাদু অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে সংবাদপত্র চালানোর জন্য বন্দী হয়েছিলেন। তখন তার দিদাকে চেকোস্লোভাকিয়া এবং ইংল্যান্ডে পালিয়ে যেতে হয়েছিল।

কিয়ারা আদবানি (Kiara Advani) : কিয়ারার শরীরেও বইছে বিদেশি রক্ত। বলিউডের এই সুন্দরীর বাবা জগদীপ আদবানি ছিলেন একজন সিন্ধি ব্যবসায়ী। অন্যদিকে তার মা জেনেভিভ জাফরি হলেন স্কটিশ, আইরিস পর্তুগিজ এবং স্প্যানিশ।

দিয়া মির্জা (Diya Mirza) : বলিউডের এই অভিনেত্রীর বাবা হলেন ফ্রাঙ্ক হ্যান্ডরিচ, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভুত। তার মা দীপা ছিলেন বাঙালি। বাবা-মায়ের বিচ্ছেদের পর সৎ বাবা আহমেদ মির্জার কাছে মানুষ হন তিনি। আহমেদ ছিলেন হায়দ্রাবাদি মুসলিম। মায়ের দ্বিতীয় বিয়ের পর সৎ বাবার উপাধিই ধারণ করেন দিয়া।

দিনো মরিয়া (Dino Morea) : ২০০০ সালের গোড়ার দিকে বলিউডে তার আবির্ভাব হয়েছিল। এই হ্যান্ডসাম সুপারস্টারের বাবা ছিলেন ইতালীয় এবং মা ছিলেন ভারতীয়। জন্মের পর ১১ বছর পর্যন্ত বাবার সঙ্গে ইতালিতে থাকার পর তাদের গোটা পরিবার কর্নাটকের ব্যাঙ্গালোরে চলে আসেন।

লারা দত্ত (Lara Dutta) : বলিউডের এই অভিনেত্রীর বাবা ছিলেন এল কে দত্ত। তিনি একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। তার মা জেনিফার মরিন স্টোরি একজন খ্রিস্টান স্কটিশ ছিলেন।

অর্জুন রামপাল (Arjun Rampal) : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার অর্জুন রামপালের বাবা-মাও ছিলেন ভিন্ন জাতি-ধর্মের মানুষ। তার বাবা অমরজিৎ রামপাল হলেন পাঞ্জাবি হিন্দু। অর্জুনের মা হলেন আধা ডাচ এবং আধা পাঞ্জাবি শিখ।