IPL ২০২৩ থেকে কত কোটি এল মুকেশ-নীতার ঘরে? টাকার অংক মাথা ঘুরিয়ে দেবে

IPL ২০২৩ থেকে কত কোটি টাকা কামালেন মুকেশ-নিতা আম্বানি? টাকার অংক মাথা ঘুরিয়ে দেবে

IPL 2023 : ফাইনালে গুজরাট বনাম চেন্নাইয়ের নজরকাড়া ম্যাচ দিয়ে শেষ হল আইপিএল (IPL)‌। সেই ম্যাচে অনেক লড়াইয়ের পরেও জিতে পারেনি গুজরাট, তাই আবার ট্রফি জিতল অধিকনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-র চেন্নাই। তবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম ছাড়া‌ বাকি টিমগুলোও অনেক টাকা রোজগার করেছে।

আর এই টাকা রোজগারের দৌড়ে ছিল মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)-র মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টিমটিও। যদিও এবার ট্রফি জিতে পারেনি এই টিম। গুজরাটের কাছে হেরে যাওয়ায় ফাইনালে পৌঁছতে পারেনি মুম্বাই।

MUKESH AND NITA AMBANI

তবে তাতে খুব বেশি ক্ষতি হয়নি টিমের বরং আম্বানি পরিবার এই বছর অনেক টাকা রোজগার করেছেন শুধু মাত্র এই ক্রিকেট টিমের জন্য। জানা গিয়েছে, এই টিমের ১০০ শতাংশ মালিকানা রয়েছে নীতা আম্বানির কাছে। ২০০৮ সালে ৯১৬ কোটি টাকা খরচ করে এই টিম কিনে ছিলেন তিনি।

এখন পর্যন্ত পাঁচটি আইপিএল জিতেছে তাদের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম। যে কারণে এই টিমের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। এই জন্য প্রতি বছর অনেক স্পনসর পায়ে এই টিমটি। ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী মুম্বাইয়ের বাজার মূল্য রয়েছে প্রায় ১০,০৭০ কোটি টাকা। এই বছর আরও ২০০ কোটি টাকা বেড়েছে।

Mumbai Indians

তবে শুধু মাত্র এই দল নয়, এবছর স্পন্সরশিপ, টিকিট বিক্রি থেকে অনেক টাকা আয় করছেন আম্বানি পরিবার। এছাড়াও এবছর আইপিএল দেখানো হয়েছে ‘জিও সিনেমা’ (Jio Cinema)-য়। সেই‌ জন্য সেখান থেকে মোট ২৩ হাজার কোটি টাকা উপার্জন করছেন তারা।

Mumbai Indians

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আম্বানি পরিবারের এই সদস্যের পরিচয় জানলে চমকে যাবেন

তবে প্রথমবার আইপিএলের সম্প্রচারণ করেই এত টাকা উপার্জন করেছেন তারা। এই উপার্জন প্রতিবছর আরও বাড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের। সুতরাং এবার আইপিএল থেকেও কোটি কোটি টাকা লাভ করবে আম্বানি পরিবার।

আরও পড়ুন : ভারতের সবথেকে দামি স্কুল, নীতা আম্বানির স্কুলে শিক্ষকরা কত টাকা মাইনে পান জানেন?