Bollywood Actresses Who Played Mother Role Of Actors Older Than Them : বলিউডে (Bollywood) মাঝবয়সী অভিনেতাদের হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে প্রেম করতে দেখলে এই নিয়ে অনেক চর্চা হয় ভক্তদের মধ্যে। তবে জানেন কি বলিউডে এমন অনেক ছবি রয়েছে যেখানে খুব কম বয়সী অভিনেত্রীরা নায়কের মায়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন? কখনও কখনও তো আবার এই অভিনেত্রীরা বয়সে পর্দায় তাদের ছেলেদের থেকে বয়সে ছোট হয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনে রইল সেই অনস্ক্রিন মা এবং ছেলের তালিকা।
সালমান খান এবং রিমা লাগু (Salman Khan And Reema Lagoo) : সালমান খান এবং প্রয়াত অভিনেত্রী রিমা লাগু বলিউডের অন্যতম সেরা মা ও ছেলের জুটি ছিলেন। বেশ কিছু ছবিতে তিনি সালমানের মায়ের ভূমিকাতে অভিনয় করেছেন, আবার কিছু ছবিতে শাশুড়ির ভূমিকায় ছিলেন। তবে রিমা লাগু সালমানের থেকে বয়সে কেবল ৭ বছরের বড় ছিলেন।
অক্ষয় কুমার এবং শেফালী শাহ (Akshay Kumar And Shefali Shah) : ‘ওয়াক্ত’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন শেফালী শাহ। ছবিতে অক্ষয় কুমারের মায়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। তবে বাস্তবে তিনি অক্ষয়ের থেকেই বয়সে ছোট ছিলেন। অক্ষয় কুমার শেফালীর থেকে বয়সে ৬ বছরের বড়।
প্রভাস এবং ভাগ্যশ্রী (Prabhas And Bhagyashree) : সালমানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নায়িকা ভাগ্যশ্রী বহু বছর বাদে প্রভাসের ‘রাধেশ্যাম’ ছবির হাত ধরে আবার পর্দায় ফিরে আসেন। ছবিতে তিনি নায়কের মায়ের ভূমিকা অভিনয় করেন। তবে ভাগ্যশ্রী প্রভাসের থেকে বয়সে কেবল দশ বছরের বড়।
শাহিদ কাপুর এবং তাবু (Shahid Kapoor And Tabu) : ‘হায়দার’ ছবিতে তাবু শাহিদের মায়ের চরিত্রে অভিনয় করেন। পর্দায় তাকে শাহিদের থেকে বয়সে অনেক বড় দেখানো হলেও বাস্তবে তিনি কেবল ১০ বছরের বড়।
আরও পড়ুন : সামান্য ঝগড়া থেকে হাতাহাতি, রাগের বশে শাহরুখকে গুলি করেন সালমান, কেন জানেন?
সালমান খান এবং সোনালী কুলকার্নি (Salman Khan And Sonali Kulkarni) : ‘ভারত’ ছবিতে সালমানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সোনালী। অনস্ক্রিন মা ছেলের এই জুটিকে দেখে দর্শকরা খুবই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ বাস্তবে সোনালী সালমানের থেকে ৯ বছরের ছোট।
আরও পড়ুন : বলিউডের সবথেকে অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের পড়াশোনার বহর জানলে চোখ উঠবে কপালে
রণবীর কাপুর এবং মনীষা কৈরালা (Ranbir Kapoor And Manisha Koirala) : ‘সঞ্জু’ ছবিতে রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করেন মনীষা। তাকে সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে দেখানো হয়েছিল। নার্গিসের চরিত্রে মনীষা অনেক প্রশংসা পেয়েছেন দর্শকদের থেকে। তবে বাস্তবে তিনি রণবীর কাপুরের থেকে কেবল ১২ বছরের বড়।