Bollywood Actress Without Make Up : বলিউড (Bollywood) -এর প্রত্যেকটি অভিনেত্রী রয়েছে অভিনয়ের সঙ্গে সঙ্গে তাদের সৌন্দর্য ও স্টাইলের জন্য দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। তারা নিজের রূপের দ্বারা সবাইকে মুগ্ধ করে রেখেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যেই অভিনেত্রীরা মেকআপ করে সিনেমাতে এতো সুন্দর দেখতে লাগে, তারা মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে ? চলুন জেনে দেখে নিই মেকআপ ছাড়া অভিনেত্রীদের।
রেখা (Rekha) : বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। তবে মেকআপ ছাড়া এই অভিনেত্রীকে দেখলে তার বার্ধক্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। কারন তাকে একবার গাড়িতে বিনা মেক আপে দেখা গিয়েছিল। যেখানে তাকে একঝলক দেখে বোঝা দায় হয়ে গিয়েছিল তিনি অভিনেত্রী রেখা।
সারা আলী খান (Sara Ali Khan) : ২০১৮ তে কেদারনাথ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক সারা আলি খানের। তিনি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। সঠিক ডায়েট এবং শরীর চর্চার মাধ্যমে স্লিম ফিট সারা আলি খানে পরিণত হন। এখনও তাকে বিভিন্ন জায়গায় মেকআপ ছাড়া দেখা যায়। তবে তিনি মেকআপ ছাড়াও সুন্দরী।
আলিয়া ভাট (Alia Bhatt) : এই অভিনেত্রী ২০১২ সালে বলিউডে পা রাখেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্যে দিয়ে। বিনা মেক আপে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন আলিয়া। বিয়ের সময়ও তিনি বিশেষ মেক আপ করেনি। তবে মেকআপ ছাড়া খুব একটা খারাপ লাগে না।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বর্তমানে তিনি বলিউডের পাশাপাশি নিজের আধিপত্য বিস্তার করেছেন হলিউডের মাটিতেও। তার স্টাইল ও গ্ল্যামার নিয়ে থেকেই চর্চা চলে মিডিয়ার পাতায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার বহু পুরনো একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। এটি খুব সম্ভবত তার অভিনয় জীবনের শুরুর সময়ের ছবি। সেই সময় মেকআপ ছাড়া চেনাই দায় হয়ে গিয়েছিল অভিনেত্রীকে।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বলিউডের অন্যতম সফল প্রথম সারির অভিনেত্রী তিনি। শুরুর সময় থেকেই নিজের দক্ষ অভিনয় শৈলী ও রূপের জাদুতে মোহিত করে রেখেছেন সকলকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে তাকে বিনা মেকআপে দেখা গেছে। কিন্তু তাকে সেই ভাবে খুব একটা ভালো লাগেনি।
অনুষ্কা শর্মা (Anushka Sharma) : অনুষ্কা শর্মা হলেন বিটাউনের এমন এক অভিনেত্রী, যাকে মেকআপ ছাড়াও বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু তিনি যখনই ক্যামেরার সামনে আসেন, তখনই মেকআপ করেই আসেন। বর্তমান সময়ে বিরাট কোহলি এবং মেয়ের সঙ্গে বেশ ভালোই সংসার এবং কেরিয়ার সামলাচ্ছেন তিনি।
ঐশ্বর্য্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan) : মেকআপ ছাড়া ৯০ এর দশকের এই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অনেক ছবি ইন্টারনেটে পাওয়া যায়। আসলে ২০১৮ সাল থেকে চলচ্চিত্র পর্দা থেকে দূরেই রয়েছেন এই অভিনেত্রী। তবে মেকআপ ছাড়া খুব একটা খারাপ লাগে না অভিনেত্রীকে।
আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন
মাধুরী দিক্ষিত (Madhuri Dixit) : মেকআপ ছাড়া বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিতকে চেনা কঠিন। এখন বয়সের প্রভাব তার মুখেও স্পষ্ট দেখা দিতে শুরু করেছে। তবুও তিনি এখনও ফিট এবং সুন্দর তার নাচে আজও মানুষ মেতে থাকে।
আরও পড়ুন : কেন মাধুরীকে বয়কট করেছিলেন অমিতাভ বচ্চন? ফাঁস হল বলিউডের চাঞ্চল্যকর সিক্রেট
আরও পড়ুন : এই একটি বিষয়ে করিনা কাপুরের ধারেকাছে নেই বাকি অভিনেত্রীরা, রেকর্ড গড়েছেন অভিনেত্রী
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : কারিনা কাপুরকে মেকআপ লুকে অপূর্ব সুন্দরী দেখতে লাগলেও, তাকে বিনা মেকআপে খুবই অদ্ভুত ধরণের দেখায়। যদিও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সবসময় বিনা মেকাপের ফটো ছাড়েন।
আরও পড়ুন : ১৪ বছরেই প্রেগন্যান্ট থেকে MMS ফাঁস! কারিনা কাপুরের কেচ্ছা শুনলে ছিঃ ছিঃ করবেন