

বলিউড অভিনেতাদের প্রেম, বিয়ে, আফেয়ার্স নিয়ে সাধারণত সাধারণের মনে কৌতূহলের অন্ত নেই। আর হবে নাই বা কেন? পর্দার তারকারা বাস্তব জীবনে কাদের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সেই নিয়ে সকলের মনেই আগ্রহ তুঙ্গে। তাই আজ এই প্রতিবেদনে জেনে নিন বলিউডের সেই অভিনেতাদের নাম যারা বিয়ে করেছেন হাঁটুর বয়সী মহিলাদের (Bollywood actors Who Married Younger Girls)।
ধর্মেন্দ্র-হেমা মালিনী (Dharmendra-Hema Malini) : বলিউডের এই কিংবদন্তি জুটির প্রেমের গল্পটা মোটামুটি সকলেরই জানা। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ইসলাম ধর্মমতে নিজের ড্রিম গার্ল হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হেমা এবং ধর্মেন্দ্রর বয়সের মধ্যে প্রায় ১৩ বছরের পার্থক্য রয়েছে। ধর্মেন্দ্র যখন প্রথম বিয়ে করেছিলেন তখন হেমার বয়স ছিল মাত্র ৬ বছর।
সাইফ আলি খান-করিনা কাপুর (Saif Ali Khan-Kareena Kapoor) : সাইফ-করিনার যদিও বলিউডের বেশ জনপ্রিয় একটি জুটি। বিয়ের পর হেসে খেলে দিন কাটাচ্ছেন তারা। দুই ফুটফুটে সন্তানের জন্মও দিয়েছেন। সাইফ আলি খান প্রথম জীবনে নিজের থেকে দশ বছরের বড় অমৃত সিংকে বিয়ে করেছিলেন। পরে নিজের থেকে দশ বছরের ছোট করিনাকে বিয়ে করেন তিনি। যখন সাইফ এবং অমৃতার বিয়ে হয় তখন করিনার বয়স ছিল মাত্র ১১ বছর!
সঞ্জয় দত্ত-মান্যতা দত্ত (Sanjay Dutt-Manyata Dutt) : একবার নয়, পরপর তিনবার বিয়ে করেন সঞ্জয় দত্ত। তৃতীয়বার মান্যতার মধ্যেই তিনি তার বেটার হাফ খুঁজে পেয়েছেন। প্রথমা পত্নী রিচা শর্মার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপর তিনি রিয়া পিল্লাইকে বিয়ে করেন। সেই সম্পর্ক ভেঙে যেতেই নিজের থেকে প্রায় ১৯ বছরের ছোট মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত।
কিশোর কুমার এবং লীনা চন্দভারকর (Kishore Kumar-Leena Chandvarkar) : কিশোর কুমারের মতো প্রখ্যাত সঙ্গীতশিল্পীও জীবনে চারবার বিয়ে করেছিলেন। শেষবার তিনি বিয়ে করেন লীনাকে। যখন প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতাকে কিশোর কুমার বিয়ে করেন তখন লীনার বয়স ছিল মাত্র এক বছর!
কবীর বেদি-পারভীন দুসাঞ্জ (Kabir Bedi-Parveen Dusanj) : বলিউডের এই সুপারস্টার খলনায়ক বাস্তব জীবনে চারবার বিয়ে করেন। তিনি চতুর্থ এবং শেষ বিয়ে করেছিলেন ২০১৬ সালে। তার চতুর্থ পত্নীর নাম পারভীন। যখন কবীর বেদির প্রথম বিয়ে হয় তখন পারভীনের বয়স ছিল মাত্র ৬ বছর।