সেলিব্রিটি হয়েও নেই বিন্দুমাত্র অহংকার, আরও একবার প্রমাণ করলেন অরিজিৎ সিং

সংগীতের শিরোমণি বলা যেতে পারে বাংলার অরিজিৎ সিংকে (Arijit Singh)। আজ গোটা দুনিয়া জুড়ে রয়েছে তার খ্যাতি। শুধু গানের প্রতিভার দরুণ নয়, অরিজিতের চরিত্রের আরও অনেক গুণ রয়েছে যা তাকে সবার থেকে আলাদা করে। তিনিই শিখিয়েছেন খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও কিভাবে সাধারণ মানুষের মতো জীবন যাপন করা যায়। আর শিক্ষক-শিক্ষিকাদের কিভাবে সম্মান জানাতে হয় সেটাও তার থেকে শেখা উচিত।

বর্তমান অনলাইন প্রযুক্তির দুনিয়াতে শিক্ষক-শিক্ষিকাকে আজ আর ভয় পাওয়া তো দূরের কথা, ভক্তি, শ্রদ্ধা, সমীহ ভাবটাও যেন কোথাও গায়েব হয়ে গিয়েছে। কিন্তু অরিজিৎ নিজের মাটির টান ভোলেননি। ভুলে যাননি ছোট থেকে তিনি যার কাছে পড়াশোনা শিখে বড় হয়েছেন সেই মানুষটিকেও। আজও আরব সাগরের ঝলকানির হাতছানি এড়িয়ে সময়-সুযোগ পেলেই তিনি বারবার নিজের জন্মভূমিতে ছুটে আসেন।

জন্মভূমির প্রতি তার টান অছেদ্য। আবার প্রাক্তন ইংরেজি শিক্ষিকার কাছেও আজও তিনি সেই ছোট্ট অরিজিৎ। সম্প্রতি নিজের প্রাক্তন স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে গিয়ে ইংরেজি শিক্ষিকার সঙ্গে দেখা করে এসেছেন অরিজিৎ সিং। শুধু তাই নয় শিক্ষিকার পায়ের কাছে বসে তার আশীর্বাদ নিয়ে প্রমাণ করেছেন তিনি আজও অতি সাধারণ একটি ছেলে। ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় নেয়নি।

অরিজিত যে শুধু নিজেই মাটির কাছাকাছি থাকেন এমনটা নয়, তার সন্তানদেরও তিনি সেভাবেই মানুষ করছেন। এত বড় একজন গায়ক হওয়া সত্ত্বেও বহরমপুরেরই একটি স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছেন তিনি। আবার নিজের স্কুলের পরিকাঠামগত এবং শিক্ষাগত উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। ব্যস্ততম কেরিয়ার সামলানোর পাশাপাশি প্রাক্তন স্কুলের পরিচালন সমিতির সভাপতি দায়িত্বও সামলাচ্ছেন।