হিটের তুলনায় ফ্লপ ছবিই বেশি! বলিউডে সবথেকে বেশি ফ্লপ ছবি দিয়েছেন এই ১১ সুপারস্টার

Bollywood Actors Gave Most Flops : অভিনয় জগত হল অনিশ্চয়তার জগত, আজ হয়তো আপনি সুপারস্টার কিন্তু কালকেই আপনাকে সকলে ভুলে যাবে যদি আপনার জনপ্রিয়তা বজায় না থাকে। শুধু জনপ্রিয়তার অভাবে বলিউড (Bollywood) বড় বড় তারকাদের সন্তানরাও একসময় হারিয়ে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। একজন অভিনেতার জীবনে কখনো আসে জনপ্রিয়তা কখনো আবার দুর্দান্ত অভিনয় করলেও সিনেমা হয়ে যায় ফ্লপ। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো বলিউডের কিছু সুপার স্টারদের কথা যাদের ফ্লপ মাস্টার জেনারেল তকমা দেওয়া হয়।

জিতেন্দ্র (Jeetendra) : সুপারস্টার জিতেন্দ্রর অসাধারণ সৌন্দর্যের জন্য নারীমহলে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। নিজের ফিল্ম ক্যারিয়ারে জিতেন্দ্র ১০৬ টি সিনেমা উপহার দিয়েছেন যার মধ্যে ৫৬ টি ফ্লপ। তবে জিতেন্দ্র সুপার স্টার হলেও জিতেন্দ্র পুত্র ইন্ডাস্ট্রিতে নিজের স্থান বজায় রাখতে পারেনি।

ঋষি কাপুর (Rishi Kapoor) : কাপুর পরিবারের অন্যতম সদস্য ঋষি কাপুর ক্যারিয়ারে হিট সিনেমা উপহার দিয়েছেন ৩৪ টি কিন্তু ফ্লপ সিনেমার সংখ্যা ৭৬ টি। ঋষি কাপুরের এমন অনেক সিনেমা রয়েছে যেগুলির চিত্রনাট্য দুর্দান্ত হলেও সেগুলি ফ্লপ সিনেমার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

ধর্মেন্দ্র (Dharmendra) : বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র নিজের দীর্ঘ ক্যারিয়ারে ৭৪ টি হিট সিনেমা উপহার দিয়েছেন, ফ্লপ সিনেমার সংখ্যা প্রায় ৯৯ টি। মাত্র একটি সিনেমা ফ্লপ হলেই একেবারে সেঞ্চুরি করে ফেলতেন এই অভিনেতা।

বিনোদ খান্না (Vinod Khanna) : একসময়ের সুপারস্টার বিনোদ খান্না নিজের ফিল্ম ক্যারিয়ারে ৩৩ টি হিট সিনেমা উপহার দিলেও ফ্লপ সিনেমার সংখ্যা কিন্তু তার থেকে অনেক বেশি। বিনোদ খান্না পুত্র অক্ষয় খান্নাও নিজের স্থান তেমন ভাবে বলিউডে তৈরি করতে পারেননি।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : অস্বাভাবিকভাবে এই তালিকায় রয়েছেন বিগ বি। নামটা শুনলে হয়তো আপনি ভাববেন কি করে অমিতাভ বচ্চনের কোন সিনেমা ফ্লপ হতে পারে? হয়েছে, অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় অনেকগুলি সিনেমাই ফ্লপ হয়েছে তাই
অমিতাভের ফ্লপ সিনেমার সংখ্যা ৬৭ টি, যেখানে হিট সিনেমার সংখ্যা মাত্র ৫৬ টি।

আরও পড়ুন : এই বাঙালি নায়িকার বেডরুমে ধরা পড়েন গোবিন্দা, স্বামীর কেচ্ছা জেনে উচিত শিক্ষা দিয়েছিলেন স্ত্রী

গোবিন্দা (Govinda) : একসময় এই সুপারস্টার একসঙ্গে ৩৩ টি সিনেমায় সই করেছিলেন কিন্তু অবাক করার বিষয় হলো মাত্র ২৮ টি হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। গোবিন্দার ফ্লপ সিনেমার সংখ্যা প্রায় ৭৫টি। অসাধারণ অভিনয়ে এবং দুর্দান্ত নৃত্যশৈলীর গুণ থাকা সত্ত্বেও গোবিন্দার পরপর অনেকগুলি সিনেমা ফ্লপ হয়।

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : গোবিন্দার পাশাপাশি সঞ্জয় দত্তের জনপ্রিয়তা একসময় আকাশ ছোঁয়া থাকলেও সঞ্জয় দত্ত এখনো পর্যন্ত ৬৯ টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন আমাদের, যেখানে মাত্র ২৬ টি হিট সিনেমায় অভিনয় করেন তিনি। তবে এ যাবৎ সঞ্জয় দত্ত একের পর এক দুর্দান্ত অভিনয় করে আমাদের মুগ্ধ করেছেন।

আরও পড়ুন : স্ত্রীকে দেননি যোগ্য সম্মান, ২৫ বছর কেন নিজের স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সানি দেওল?

সানি দেওল (Sunny Deol) : ধর্মেন্দ্র পুত্র সানি নিজেকে ক্যারিয়ারে ১০০টির বেশি সিনেমায় অভিনয় করলেও এখনো পর্যন্ত মাত্র ২২টি হিট সিনেমায় উপহার দিয়েছেন আমাদের, ফ্লপ সিনেমার সংখ্যা ৪৯ টি। আর একটি ফ্লপ সিনেমা উপহার দিলেই অর্ধশত করে ফেলবেন তিনি।

অনিল কাপুর (Anil Kapoor) : বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর এখনো যেভাবে সিনেমায় অভিনয় করছেন তা সত্যি প্রশংসার যোগ্য। অনিল এখনো পর্যন্ত ৫৫ টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন, হিট সিনেমার সংখ্যা মাত্র ২৮ টি।

আরও পড়ুন : এই বাঙালি নায়িকার প্রেমে বদলে ফেলেন নিজের নাম! অক্ষয় কুমারের সেই প্রেমিকা কে জানেন?

অক্ষয় কুমার (Akshay Kumar) : খিলাড়ি নামে খ্যাত অক্ষয় কুমার, যিনি এক সময় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন আমাদের,সেই অক্ষয় কুমারের এ যাবত কিছু সিনেমা পরপর ফ্লপ হয়। অক্ষয়ের ৪০ টি হিট সিনেমার পাশাপশি রয়েছে ৫৬ টি ব্যর্থ সিনেমা।

আরও পড়ুন : অক্ষয় কুমারের কারণেই ছেড়ে দেন অভিনয়! কোথায় হারিয়ে গেলেন ‘সৌগন্ধ’ ছবির নায়িকা?