দর্শকদের জন্য দারুণ খবর, দীর্ঘদিন পর ফের পর্দায় ফিরছেন ‘রানু পেল লটারি’র রানু

কিছু কিছু ধারাবাহিক এমন থাকে যা দর্শকদের মনে থেকে যায় বহু বছর পর্যন্ত। ২-৩ বছর আগে পর্যন্ত বাংলা চ্যানেল গুলোতে এমন কিছু ধারাবাহিক সম্প্রচারিত হত যার জনপ্রিয়তা আজও অটুট রয়েছে। এমনই একটি ধারাবাহিক ছিল রানু পেল লটারি (Ranu Pelo Lottery)। জি বাংলাতে সম্প্রচারিত এই ধারাবাহিকের অভিনেত্রী ছিলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijoylokkhi Chatterjee)। তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করতেন।

রানু পেল লটারি ধারাবাহিকটি বেশ কিছুদিন পর্যন্ত রমরমিয়ে চলেছিল বাংলা টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকটি শেষ হয়েছে ২০১৯ সালে। ৩ বছর আগে শেষ হয়ে গেলেও এবং তার চরিত্ররা আজও জীবন্ত দর্শকদের মনে। বিশেষত অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জীকে নিয়ে কিছুটা বেশি উৎসাহী দর্শকরা।

বিজয়লক্ষ্মী এই ধারাবাহিকের পর আর টেলিভিশনের পর্দাতে মুখ দেখাননি। সাধারণত একটি সিরিয়াল হিট হওয়ার পর পরের সিরিয়ালের কাজ পেতে খুব একটা বেগ পেতে হয় না নায়িকাদের। কিন্তু বিজয়লক্ষ্মী আর বাংলা সিরিয়ালে অভিনয় করেননি। কিন্তু এবার দর্শকদের অপেক্ষার অবসান হল। আবার পর্দায় ফিরতে চলেছেন বিজয়লক্ষ্মী।

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর মাঝেমধ্যে কেবল জি বাংলার রান্নাঘর এবং দিদি নাম্বার ওয়ানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু তিনি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই তাকে আবার ধারাবাহিকে ফিরে আসার জন্য বারবার আবেদন জানিয়েছিলেন ভক্তরা। এবার শোনা যাচ্ছে তিনি পর্দায় ফিরবেন। তবে সিরিয়াল নয়, ওয়েব সিরিজ দিয়েই কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী।

খুব শীঘ্রই হইচই প্লাটফর্মে আসছে ‘হ্যালো’ সিরিজের চতুর্থ সিজন। প্রথম থেকে তৃতীয় সিজন পর্যন্ত এই সিরিজে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, রাইমা সেনদের মত অভিনেত্রীরা। কিন্তু এবার নাকি চরিত্রে কিছুটা বদল আসবে। যে কারণে বিজয়লক্ষ্মীকে কাস্ট করা হয়েছে। যদিও কোন চরিত্রে তাকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।

উল্লেখ্য এই সিরিজে বিজয়লক্ষ্মী ছাড়াও থাকছেন পায়েল সরকার, ইশা সাহা, লাবনী সরকার, সৌরভ চক্রবর্তী এবং অন্যান্যরা। ‘রানু পেল লটারি’ ছাড়াও ‘সংসার সুখের হয় রমনীর গুণে’, ‘দ্বিরাগমন’ এর মত সুপারহিট সিরিয়ালেও তিনি অভিনয় করেন। এবার সিরিজের মাধ্যমে ওটিটিতে পদার্পণ করতে চলেছেন তিনি।