আচমকা বন্ধ হয়ে গেল গাঁটছড়া, ধুলোকণার শুটিং, চরম বিপাকে স্টার জলসা

বাংলা টেলিভিশনের দুনিয়াতে শুটিং বন্ধ মানেই একটা অনেক বড় বিপর্যয়। এর আগে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রোডাকশন হাউজ কিংবা কলা কুশলীদের মনোমালিন্যের কারণে বহুবার জনপ্রিয় বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধের উপক্রম হয়েছিল। এবার শোনা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) দুই সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁট ছড়া’ (Gantchhora) এবং ‘ধূলোকণা’র (Dhulokona) শুটিংও নাকি আচমকাই বন্ধ হয়ে গেল।

এই খবর পেতেই উদ্বেগ দেখা দিয়েছে দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন? আসলে চ্যানেলে তরফ থেকেই বা ধারাবাহিক দেখে কখনও দর্শকরা আন্দাজ করতে পারেননি যে আচমকাই শুটিং বন্ধ হয়ে যেতে পারে এই দুই জনপ্রিয় ধারাবাহিকের। এর আগে ব্লুজ প্রোডাকশনের সমস্ত ধারাবাহিকের সঙ্গে কি ঘটেছে তা সকলেরই জানা। তাই দর্শকদের মনে উদ্বেগ বাড়ছে।

চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউজের রেষারেষিতে ব্লুজের সমস্ত সিরিয়াল আচমকাই বন্ধ হয়ে যায়। যার মধ্যে ছিল অন্যতম সেরা ‘খুকুমণি হোম ডেলিভারি’। ‘গাঁট ছড়া’, ‘ধুলোকণা’র সঙ্গেও কি তেমনই কিছু হতে চলেছে? না, আসলে এখনই তেমন কিছু ঘটছে না। তবে ধারাবাহিকের শুটিং বন্ধ হওয়ার যে খবর মিলেছে তা সত্যি।

gantchhora

কি এমন ঘটল যে আচমকাই এই দুই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গেল? আসলে এই মুহূর্তে স্টার জলসার এই দুটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং চলছে আউটডোরে। ‘গাঁট ছড়া’তে চলছে হানিমুন স্পেশাল পর্ব। রাহুল-দ্যুতি, খড়ি-ঋদ্ধি ও কুনাল এবং বনিকে নিয়ে তিন জোড়া হানিমুন চলছে গোপালপুর দারিংবাড়ির সমুদ্র সৈকতে।

অন্যদিকে ‘ধুলোকণা’র টিমও পৌঁছে গিয়েছে পুরীতে। এখন সমস্যা দেখা দিয়েছে আবহাওয়া নিয়ে। উড়িষ্যাতে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির মাঝে কোনওমতেই আউটডোর শুটিং করা যাচ্ছে না। এদিকে বৃষ্টি থামারও কোনও লক্ষণ নেই। তাই অনির্দিষ্টকালের জন্য থমকে রয়েছে দুটি ধারাবাহিকের শুটিং।

পরপর দুদিন ধারাবাহিকের শুটিং করা সম্ভব হয়নি। এত বৃষ্টি হচ্ছে যে এর মধ্যে বাইরে বেরিয়ে কোনওমতেই শুটিং করা সম্ভব নয়। এদিকে প্রোডাকশন হাউজের থেকে জলের মত টাকা বেরিয়ে যাচ্ছে। যদি শীঘ্রই আবহাওয়ার উন্নতি না হয় তাহলে আউটডোর শুটিং ক্যানসেল হতে পারে। সে ক্ষেত্রে হয়তো গল্পের কিছু পরিবর্তনও আনা হতে পারে।