বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পীদের জনপ্রিয়তার কথা আলাদা করে আর কীই বা বলার আছে? ছোট ছোট শিশুশিল্পীরা কার্যত বড়দের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে ক্যামেরার সামনে অভিনয় করে। জি বাংলার এমনই এক ছোট্ট অভিনেত্রীর নাম আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)। যাকে সবাই ‘ভুতু’ (Bhootu) নামে চেনেন। কেমন দেখতে হয়েছে সেই ছোট্ট ভুতু? এখন তাকে দেখলে চিনতে পারবেন না।
১০ বছর আগে জি বাংলাতে ছোট্ট একটি মিষ্টি ভূতের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘ভুতু’ নামের সিরিয়ালটি। উসকো খুসকো খোলা চুল, একটা বড় ঢিলে ঢালা শার্ট পরে গোটা বাড়িতে একাই ঘুরে বেড়াত সে। তবে তাকে দেখলে ভয় নয় বরং ভালোবাসায় ভরে উঠেছে দর্শকদের বুক। এই চরিত্রটিতে আর্শিয়ার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল নিমেষে।
আর্শিয়া তার অভিনয় গুণে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে হিন্দিতেও এই সিরিয়ালের রিমেক হয়। সেখানেও ভুতুর চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া। এরপর বেশ কিছুদিন আর বাংলা টেলিভিশন চ্যানেলে দেখা যায়নি ভুতুকে। কয়েক বছর পর স্টার জলসাতে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন আর্শিয়া। তখন বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে ভুতু।
তবে এই সিরিয়ালের পর আর অভিনয় করেনি আর্শিয়া। এখন অভিনয় ছেড়ে পড়াশোনা নিয়েই বেজায় ব্যস্ত সে। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন সে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি এবং ভিডিও সে শেয়ার করে থাকে। ক্যামেরার বাইরে এখন কেবল সোশ্যাল মিডিয়ার পাতাতেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছে সে। এখন নিয়মিত অভিনয় না করলেও তার ভক্ত সংখ্যা কিন্তু কিছু কম নয়।
আরও পড়ুন : সিরিয়ালের শিশুশিল্পী থেকে সোজা সিনেমায়, টলিউড সিনেমায় পা রেখেছে এই ৫ খুদে তারকা
ভুতু সিরিয়ালটিতে অভিনয় করার পর আর্শিয়ার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। ২০১৭ সালে দেবের ‘ককপিট’ ছবিতে একটা ছোট্ট ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বেস্ট চাইল্ড এক্টর হিসেবে ২০১৭ সালে পুরস্কার জিতেছিল আর্শিয়া। এছাড়াও আরও অনেক পুরস্কার এসেছে তার ঝুলিতে। সিরিয়ালে আর অভিনয় নয়, ভুতুর নজর এখন বড়পর্দা।
আরও পড়ুন : ২৫ বছরে কতটা বদলেছে চেহারা? বিজ্ঞাপনের ৫ জনপ্রিয় শিশুশিল্পী এখন কি করছেন জানেন
আরও পড়ুন : ৮ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, ‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নি এখন কত সুন্দরী হয়েছে দেখুন
গত বছর সৌকার্য্য ঘোষালের একটি ছবিতে বাংলাদেশী নায়িকা জয়া আহসানের ছোটবেলার ভূমিকাতে অভিনয় করেছিল আর্শিয়া। এখন পড়াশোনা শেষ করে তবেই সে নায়িকা হিসেবে পা রাখতে চায় টলিউডে। পড়াশোনা শেষ হলে আর মাত্র কয়েক বছর পরই আর্শিয়ার মাধ্যমে নতুন এক নায়িকা পাবে টলিউড।
আরও পড়ুন : ভুতু থেকে পটল, পুরোনো বাংলা সিরিয়ালের খুদে তারকাদের এখন কেমন দেখতে হয়েছে দেখুন