টয়লেট সাফাইকর্মীর মেয়ে, ডাস্টবিন থেকে তুলে খাবার খেতেন, ভারতী সিংয়ের ছেলেবেলা ছিল খুবই কষ্টের

Commedian Bharti Singh`s Struggle In Her Past Days : টেলিভিশনের পর্দা হোক কিংবা সিনেমার পর্দা, কমেডিয়ান (Commedian) হিসেবে যাদের উপস্থিতি কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটায় তাদের বাস্তব জীবনটা কিন্তু ভীষণই কষ্টে ঘেরা। কপিল শর্মা হোন কিংবা ভারতী সিং, আজকে ভারতের যারা সর্বোচ্চ আয়কারী কৌতুকশিল্পী তারা প্রায় প্রত্যেকেই খুবই সাধারণ এমনকি নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন।

ভারতের কমেডি কুইন (Comedy Queen Of India) ভারতী সিং (Bharti Singh) কথাই ধরে নিন। একাধিক কৌতুকঘেরা রিয়েলিটি শোয়ের মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে ভারতীকে। মহিলা কৌতুকশিল্পীদের মধ্যে তিনি এখন সব থেকে বেশি জনপ্রিয়। এখন তার প্রচুর সম্পত্তি রয়েছে। কিন্তু একটা সময় গিয়েছে যখন ভারতী এবং তার পরিবার নিদারুণ অর্থকষ্টের মধ্যে ছিলেন। তখন দুবেলা পেটের ভাতের যোগানও হত না তাদের।

BHARTI SINGH

ভারতী সিংয়ের ছোটবেলা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতী তার ছোটবেলা নিয়ে মুখ খোলেন। তিনি জানান তার মা পরের বাড়িতে কাজ করতেন। সেখান থেকে তিনি যে খাবার পেতেন সেটাই তার ছেলেমেয়েদের জন্য নিয়ে আসতেন। কমেডি কুইনের কথায় তার ছোটবেলাটা ছিল এমনই যে তিনি কখনও একটা গোটা আপেল খেতে পারেননি। খিদের জ্বালাতে ডাস্টবিন থেকে বড়লোকদের ফেলে দেওয়া আধখাওয়া আপেল খেয়েও থাকতে হয়েছে তাকে।

ভারতী বলেছেন, “এমনও দিন গিয়েছে খিদের জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছি। এতটাই কষ্ট ছিল যে বড়লোকেরা আপেল খেয়ে যে অংশটা ফেলে দিত ওটাই ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছি। পেটের জ্বালাতে।” ভারতীর মা ছিলেন একজন টয়লেট সাফাই কর্মী। তিনি যখন অন্যের বাড়িতে কাজ করতে যেতেন তখন অনেক মানুষ তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ভারতী এসব দেখেই বড় হয়েছেন।

BHARTI SINGH

কাজের বাড়ি থেকে কখনও কখনও উচ্ছিষ্ট খাবার, সবজি তার মাকে দেওয়া হত। মা সেগুলোই সন্তানদের জন্য নিয়ে আসতেন। আর উৎসবের দিনগুলোতে তো আরও কষ্ট হত। সবাই যখন আনন্দ করতেন ভারতীর পরিবার হতাশার মধ্যে ডুবে থাকত। কাজের বাড়ি থেকে মা মিষ্টি আনলে তবেই দীপাবলির পুজো হত তাদের বাড়িতে।

Haarsh Limbachiyaa And Bharti Singh

আরো পড়ুন : রাজপ্রাসাদের মত বাড়ি, বিলাসবহুল গাড়ি, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ কত?

দীপাবলীতে রাস্তায় অন্যদের পটকা ফাটাতে দেখে, বাজি পোড়াতে দেখেই আনন্দ পেতেন ভারতী। যেন তিনিই সেগুলি পুড়িয়েছেন। ছোটবেলাটা এমন কষ্টের মধ্যে কাটালেও কখনও ভেঙে পড়েননি ভারতী। ২০০৮ সালের দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় তার কেরিয়ার। এখন তিনি প্রতি মাসে ২৫ লক্ষ টাকা রোজগার করছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ২৩ কোটি টাকা।

আরো পড়ুন : ডায়েট, শরীরচর্চা ছাড়াই ১০ মাসে ১৫ কেজি ওজন ঝরালেন ভারতী সিং, কীভাবে জানেন?