রাজপ্রাসাদের মত বাড়ি, বিলাসবহুল গাড়ি, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ কত?

কয়েকশো কোটির বাড়ি, গাড়ি, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ দেখে আম্বানিও লজ্জা পায়

Kapil Sharma`s Net Worth

এই মুহূর্তে ভারতীয় কমেডিয়ানদের (Commedian) মধ্যে সবার আগে যার নাম রয়েছে তিনি হলেন কপিল শর্মা (Kapil Sharma)। “দ্য কপিল শর্মা শো’’ (The Kapil Sharma Show) দেশ-বিদেশের জনপ্রিয় কমেডি শো গুলির মধ্যে অন্যতম। তাকে বলা হয় ভারতের কমেডি কিং। অর্থাৎ কমেডিয়ানদের সাম্রাজ্যে তিনি হলেন সম্রাট। তাই তার সম্পত্তির পরিমাণটাও রাজা-বাদশাদের তুলনায় কম নয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কপিল শর্মাকে প্রশ্ন করা হয় তার বর্তমান সম্পত্তির পরিমাণ নাকি ৩০০ কোটি টাকা? এর উত্তরে কপিল শর্মা জানিয়েছেন তিনি অনেক টাকা হারিয়েছেন। তবে এখন তিনি এসব নিয়ে ভাবেন না। তার কাছে বাড়ি, গাড়ি, পরিবার আছে এটাতেই তিনি সুখী। তবে কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ জানলে ধনকুবেররাও লজ্জা পাবে নির্ঘাত।

KAPIL SHARMA HOUSE

কপিল শর্মার কাছে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি যেখানে তিনি তার স্ত্রী গিন্নি চতরথ, মা এবং ছোট্ট মেয়েকে নিয়ে থাকেন। কপিলের স্ত্রী স্বচ্ছল পরিবারের মেয়ে। একাধিক সাক্ষাৎকারে তিনি সেই কথা জানিয়েছেন। কপিল শর্মার কাছে বিলাসবহুল বাড়ি ছাড়াও রয়েছে বিভিন্ন নামিদামি ব্রান্ডের কিছু গাড়ি। কপিলের আয় বলিউডের কোনও তারকার থেকে কিছু কম নয়।

বাড়ি, গাড়ি এবং ব্যাংক ব্যালেন্সের নিরিখে ধরতে গেলে বলিউডের তাবড় তাবড় তারকাদের পেছনে ফেলে দিতে পারেন। আসলে কপিল নিজেই জানিয়েছেন তিনি খরচ করার থেকে সঞ্চয় করায় বিশ্বাসী। কপিল শর্মা তার শো থেকে একসময় ৩৫ থেকে ৫০ লক্ষ টাকা পেতেন। এখন নাকি সেই অংকটা এক কোটি ছাড়িয়ে গিয়েছে।

KAPIL SHARMA HOUSE

শুধু শো থেকেই নয়, বিভিন্ন কোম্পানির হয়ে ব্র্যান্ড এন্ডোরসমেন্ট করার জন্য নাকি এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন কপিল শর্মা। এছাড়া বিভিন্ন স্টেজ শো এবং বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা করার সুবাদেও মোটা টাকা ঢুকে যায় তার অ্যাকাউন্টে। ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৪৫ কোটি টাকা।

KAPIL SHARMA AND WIFE

সেই অর্থের হিসেবে কপিল শর্মার বার্ষিক আয় দাঁড়াচ্ছে ৩৫ কোটি টাকা। কিন্তু গত এক বছরে তার বার্ষিক উপার্জনের পরিমাণটা বেড়েছে। কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ এখন ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। হাসি-মজার ছলেই এই বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছেন কপিল শর্মা।