২০২৩-এর সেরা ওয়েব সিরিজ কোনটি? দেখুন এবছরের সেরা ওয়েব সিরিজের তালিকা

একটা গোটা বছর এখন দাঁড়িয়ে রয়েছে শেষের মুখে। ভালো-মন্দ অনেক অভিজ্ঞতাই হলো এই বছরটি ঘিরে আমাদের। দারুন দারুন সিনেমা বা ওয়েব সিরিজের আস্বাদন গ্রহণ করলাম আমরা। গোটা বছর ধরে যে যে ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এই বছর, তার মধ্যেই কিছু ওয়েব সিরিজের কথা তুলে ধরব আমরা। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বছর শেষ হবার আগেই দেখে ফেলুন।

Taali: Bajaungi Nahi Bajwaungi : নিঃসন্দেহে তালি ওয়েব সিরিজটিকে সুস্মিতা সেনের কামব্যাক সিনেমা বলাই যায়। শ্রী গৌরী সাবন্তের জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে যা খুব নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিশ্বসুন্দরী। লিঙ্গবৈষম্যের যেভাবে মুখোমুখি হতে হয় তৃতীয় লিঙ্গের মানুষদের, সেটাই আপনি দেখতে পাবেন এই ওয়েব সিরিজে। এক এক সময় সুস্মিতা সেনকে গৌরী ভেবেও ভুল করতে পারেন আপনি।

Made in Heaven 2

Made in Heaven 2 : ওয়েব সিরিজের জগতে মেড ইন হেভেন, সিরিজটি ভীষণ জনপ্রিয়। সিরিজের চরিত্রদের নিয়েই তৈরি করা হয়েছে এই সিরিজের দ্বিতীয় পার্ট। এই সিরিজে আপনি দেখতে পাবেন তারা ও কর্ণের ব্যক্তিগত এবং কাজের জায়গায় কিভাবে সমস্যা তৈরি হয়, কিভাবে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসে সেই গল্প। অ্যামাজনে আপনি দেখতে পাবেন প্রেম এবং ভালোবাসার এই অদ্ভুত সমীকরণ একটি সুন্দর গল্পের আঙ্গিকে।

Kaalkoot : উত্তরপ্রদেশের পুলিশদের নিয়ে তৈরি এই গল্পটি এই বছরের সেরা সিরিজগুলির মধ্যে অন্যতম কালকুট। সামাজিক সমস্যা, সিস্টেমের বিরুদ্ধে কিছু মানুষের বিরোধিতা এবং সর্বোপরি অ্যাসিড অ্যাটাকের মত স্পর্শকাতের বিষয়টিও তুলে ধরা হয়েছে এই সিরিজটির মধ্যে। ভারতের পুরাণের মোড়কে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা আপনার কাছে বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বার্তা পাঠাবে। জিও সিনেমায় এই সিরিজটি দেখতে পারেন আপনি।

Dahaad

Dahaad : সোনাক্ষী সিংহকে আপনি নতুন করে চিনতে পারবেন দাহার নামক থ্রিলার ওয়েব সিরিজের হাত ধরে। অভিনেতা বিজয় বর্মার বিপরীতে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা করিয়েছেন সোনাক্ষী। একটি সিরিয়াল কিলারের গল্প নিয়ে তৈরি করা হয়েছিল এই সিরিজটি। রাজস্থানের এক সিরিয়াল কিলারের হাতে যখন ২৭ টি মেয়ের মৃত্যু হয় তখন তাকে খুঁজতে অভিযানে নামেন সোনাক্ষী। অ্যামাজন প্রাইমে এই সিরিজটি দেখতে পাবেন আপনি।

আরও পড়ুন : উদ্দাম যৌনতায় ঠাসা, থিয়েটারে নিষিদ্ধ হলেও ওটিটিতে রমরমিয়ে চলেছে এই সিনেমাগুলি

The Night Manager : দ্যা নাইট ম্যানেজার ওয়েব সিরিজে আপনি আদিত্য রায় কাপুর এবং অনিল কাপুরকে একসঙ্গে অভিনয় করতে দেখবেন। এই সিরিজের গল্প অনুযায়ী একজন হলেন নেভির সৈনিক এবং অন্যজন হোটেলের নাইট ম্যানেজার। সাফিনার মৃত্যুর রহস্যের উত্তর খুঁজতে গিয়ে ঠিক কি কি করতে হবে আদিত্যকে সেটাই দেখব আমরা এই ওয়েব সিরিজে। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন এটি।

আরও পড়ুন : হলিউড সিরিজকেও হার মানাবে বলিউডের এই ১০ টি ওয়েব সিরিজ

Scam

আরও পড়ুন : ভারতের সর্বকালের সেরা ওয়েব সিরিজ কোনটি? দেখুন সেরা ১০ তালিকা

Scam : স্ক্যাম নামক এই ওয়েব সিরিজটি আসলে একটি কাল্পনিক থ্রিলার। সঞ্জয় সিংহের বই থেকে অনুপ্রাণিত হয়ে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তুষার হীরানন্দানী এবং হংসল মেটা। সোনি লিভ- এ আপনি দেখতে পাবেন ১০ এপিসোডের ওয়েব সিরিজটি।

Asur 2 – RISE OF DARK SIDE : আরশাদ ওয়ার্শি অভিনীত অসুরের প্রথম সৃষ্টি দেখার পর বহুদিন ধরেই ভক্তরা অপেক্ষা করেছিলেন দ্বিতীয় সিরিজ মুক্তির। সমাজ থেকে সমস্ত খারাপ মানুষকে মুছে ফেলার জন্য একের পর এক খুন করে ফেলে এক সিরিয়াল কিলার, আর খুন করে নিজেকে মহান মনে করে সে। অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি দেখতে পাবেন এই ওয়েব সিরিজটি।

আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ