থাকবে না দাগছোপ, মুছে দেবে বার্ধক্যের ছাপ, ব্যবহার করুন শুধু পাকা আমের এই ফেসপ্যাক

দাগছোপবিহীন উজ্জ্বল ত্বক পেতে এইভাবে ব্যবহার করুন পাকা আমের ফেসপ্যাক

Mango Face Pack : এই প্রচন্ড গরম (Summer) -এ শরীরের সঙ্গে সঙ্গে ত্বকও যেন নেতিয়ে পড়ছে। অস্বস্তিকর এই আবহাওয়াতে রূপচর্চা (Skin Care) -র জন্যে খুব বেশি কিছু করতেও মন চায় না। তবে বাড়িতে হাতের কাছে যদি এমন একটি উপাদান থাকে যেটা একাই অদ্বিতীয় আপনার ত্বকের জন্য তাহলে তো কথাই নেই। ত্বকের সব সমস্যার একটাই সমাধান, পাকা আম।

গরমে পাকা আম তো খুব খাচ্ছেন, তবে তার মধ্যে থেকে কেবল এক টুকরো আম দিয়েই আপনি পেতে পারেন সোনার মত উজ্জ্বল ত্বক। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে সানবার্ন (Sun Burn), সানট্যান (Sun Tan), ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে শুরু করে নিষ্প্রাণ ত্বকের সমস্যা এখন ঘরে ঘরেই দেখা দিচ্ছে। এই গরমে বিউটি পার্লারের উপর ভরসা না করে বরং বাড়িতেই ত্বকের যত্ন নিন পাকা আমের ব্যবহারে।

MANGO

পাকা আমের মধ্যে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল। এগুলি ত্বকের সমস্যা রুখে দিতে ভীষণভাবে কার্যকরী। মরা কোষ যেমন দূর করে তেমনই ত্বকের হারানো জেল্লাও ফিরিয়ে দেয় পাকা আমের ফেস প্যাক। গ্রীষ্মকালে তাই পাকা আমের ফেসপ্যাকই ত্বকের যত্নে জন্য একমাত্র সমাধান হয়ে উঠতে পারে।

এর জন্য প্রথমে একটি পাকা আম ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিন। এরপর সেটা কেটে মিক্সার গ্রাইন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এই আমের মিশ্রণের মধ্যে টক দই এবং মুলতানি মাটি মিশিয়ে নিন। ব্যাস এই তিনটি উপাদান দিয়েই তৈরি হয়ে গেল আপনার ফেসপ্যাক। এবার এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।

MANGO FACE PACK

আরও পড়ুন : ৪০ ছুঁইছুঁই বয়সেও অটুট গ্ল্যামার, যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন মনামী

শুধু মুখে নয়, আমের এই ফেসপ্যাক ঘাড়ে ও গলাতেও ব্যবহার করতে পারেন। মাত্র ৭ দিন শুধু এইভাবে আম দিয়ে রূপচর্চা করতে হবে। তাহলেই এই প্রবল গরমের মরসুমেও আপনার ত্বকের লাবণ্য দেখলে কেউ চোখ ফেরাতে পারবেন না। পাকা আম ত্বকের সমস্ত দাগছোপ দূর করে যেমন জেল্লা এনে দিতে পারে তেমনই বার্ধ্যকের ছাপ রুখে দিতে পারে।

আরও পড়ুন : লাগবে না দামী ক্রিম, ৫ টাকার এই একটি জিনিসের ব্যবহারেই ঝলমল করবে ত্বক