টলিউড এবং বলিউডের পাশাপাশি একটি ইদানিং ভারতীয় বাঙালিদের মধ্যে বাংলাদেশী নায়িকাদের নিয়েও বেশ মাতামাতি লক্ষ্য করা যায়। বাংলাদেশের বহু নায়িকা এপার বাংলায় এসে কাজ করেছেন। পরীমণি, বুবলি, মিম থেকে জয়া আহসান, এই অভিনেত্রীদের নাম সম্পর্কে বেশ পরিচিত এখনকার দর্শকরা। তবে ছবি পিছু এদের পারিশ্রমিক কত জানেন? বাংলাদেশী নায়িকারা ছবি পিছু কত টাকা নেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি সেই দেশে?
জয়া আহসান : ঢালিউডের এই অভিনেত্রী টলিউডেও অনেক কাজ করেছেন। অভিনয় জীবনের শুরুতে তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লক্ষ টাকা। তবে এখন তার জনপ্রিয়তা যতটা বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিক। এখন ১৫ থেকে ২০ লক্ষ টাকা ছবি পিছু নিয়ে থাকেন তিনি।
অপু বিশ্বাস : অপুও বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি প্রায় ১০০ এর কাছাকাছি সিনেমাতে অভিনয় করেছেন। এখন অবশ্য আর সিনেমাতে সেভাবে দেখা যায় না অপুকে। তবে একটা সময় তার বাড়ি চলে ছিল ১৫ থেকে ২০ লক্ষ টাকা।
শবনম বুবলি : কেবিন ক্রুয়ের চাকরি ছেড়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর পাঠিকা হিসেবে কাজ শুরু করেন শবনম। তারপর সেখান থেকে তিনি নামেন সিনেমায়। বসগিরি সিনেমা দিয়ে তার কেরিয়ার শুরু হয় ঢালিউডে। তখন তার পারিশ্রমিক ছিল ৫ লক্ষ টাকা। বর্তমানে তিনি ৬ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
বিদ্যা সিনহা মিম : ইনিও বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে তার কেরিয়ার শুরু হয়। ছবি পিছু তিনি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
নুসরাত ফারিয়া : বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়াও রয়েছেন ওই দেশের সেরা অভিনেত্রীদের তালিকায়। অবশ্য তার কেরিয়ার শুরু হয়েছিল টলিউডে অঙ্কুশ হাজরার সঙ্গে আশিকি সিনেমা দিয়ে। নুসরাত ফারিয়া ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন একসময়। কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ার পর তার পারিশ্রমিক কমে ১০ লাখের নিচে নেমেছে এখন।
আরও পড়ুন : বাংলাদেশের এই ১০ সেরা সুন্দরী নায়িকা সৌন্দর্য্যে বলিউড নায়িকাদের গুনে গুনে দশ গোল দেয়
আরও পড়ুন : পঞ্চম বিয়েতেও মেলেনি দাম্পত্য সুখ! স্বামীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলে আলাদা হলেন বাংলাদেশের পরীমনি
পরীমণি : বাংলাদেশের সব থেকে বিতর্কিত অভিনেত্রী হলেন পরিমণি। তার পারিশ্রমিকের অংকটাও কিন্তু সবার থেকে বেশি। অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমাতে তিনি ২২ লক্ষ টাকা নিয়েছিলেন। দেশের বাইরে কাজ করলে নাকি পরীমণির পারিশ্রমিক আরও বেড়ে যায়।