৫০ বছর পরেও অটুট জনপ্রিয়তা, বলিউডের এই ৫টি পুরনো ছবি IMDB রেটিংয়ে সেরা

পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছবি (Cinema) নির্মাণ করা হয় ভারতে। এদেশে নানা ভাষার ছবি তৈরি হয়। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে হিন্দি ভাষায় নির্মিত ছবিগুলিই। প্রতি বছর প্রায় শতাধিক ছবি নিমাণ করা হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi film industry)-তে। কিন্তু এমন কিছু হিন্দি ছবি রয়েছে যেগুলি ৫০ বছর পরেও দর্শকদের পছন্দের ছবি হিসেবে আইএমডিবি (IMDb)-তে সবচেয়ে বেশি রেটিং পেয়েছে। তালিকায় দেওয়া হল এই ছবিগুলির নাম।

মাদার ইন্ডিয়া (Mother India) : ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক কে আসিফ (K. Asif)-এর এই ছবিটি। সেই বছরেই ভারতের তরফ থেকে অস্কারেও পাঠানো হয়েছিল এই ছবিটি। আজও বহু মানুষ এই ছবিটি দেখতে পছন্দ করেন যে জন্য আইএমডিবিতে এই ছবিটি রেটিং পেয়েছে ৮.১।

Mughal-E-Azam

মুঘল-ই-আজম (Mughal-E-Azam) : বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম হল এই ছবিটি। সুপারস্টার দীলিপ কুমার (Dilip Kumar) ও মধুবালা (Madhubala)-র মতো জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গিয়েছিল এই ছবিতে। ৬০ বছর পরেই এই ছবির জনপ্রিয়তা কমেনি সেই জন্য আইএমডিবিতে এই ছবিটি ৮.২ রেটিং পেয়েছে।

শোলে (Sholay) : ৭০-এর দশকের সবচেয়ে বড় অ্যাকশন ছবি ছিল ‘শোলে’। সুপারস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ধর্মেন্দ্র (Dharmendra)-কে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আজ ৫০ বছর পরেও এই ছবির গান এবং সংলাপ দর্শকরা ভুলতে পারেননি। সেই জন্য এই ছবিটি ৮.৮ রেটিং পেয়েছে আইএমডিবিতে।

Anand

আনন্দ (Anand) : পরিচালক হৃষিকেশ মুখার্জির এই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna) ও অমিতাভ বচ্চনকে। এই ছবিই অমিতাভ বচ্চনকে সুপারস্টার বানিয়েছিল। এখন আইএমডিবিতে এই ছবিকে রেটিং দেওয়া হয়েছে ৮.৮।

Pyaasa

আরও পড়ুন : ২০২২ এর সেরা ১০ ভারতীয় ছবি, যেগুলো না দেখলে হবে চরম মিস

প্যাসা (Pyaasa) : ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই ছবিটিকে ক্লাসিক এবং কাল্ট ফিল্ম হিসেবে ধরা হয়। ছবিটি মুক্তি পাওয়ার ৫০ বছর পরেও জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। আইএমডিবিতে এই ছবিটি রেটিং পেয়েছে ৮.৪।

আরও পড়ুন : IMDb রেটিংয়ের বিচারে এবছরের সেরা ছবি ও ওয়েব সিরিজ, না দেখলে চরম মিস