টিআরপি তালিকায় খেল দেখালো গোধূলি আলাপ! একসঙ্গে ১৭টি সিরিয়াল দখল করল সেরা দশের তালিকা

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জগতে এই মুহূর্তে মিঠাই (Mithai) , গাঁটছড়া (Gantchhora) আর ধূলোকণাকে (Dhulokona) নিয়ে চর্চা প্রবল। টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপারের আসন দখলের লড়াইয়ে এই তিন ধারাবাহিকের নাম রয়েছে প্রথমে। এই সপ্তাহের সেরার আসন দখল করতে পারল না মিঠাই। আবার ধূলোকণাও পিছিয়ে পড়েছে একটুর জন্য। সেরার সেরা হতে পেরেছে গাঁট ছড়া। ৮.৫ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ঋদ্ধি এবং খড়িরা।

অন্যদিকে এই লড়াইয়ে বেশ কয়েক পয়েন্ট পিছিয়ে পড়েছে মিঠাই এবং ধূলোকণা। ৮.১ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে এই দুটি ধারাবাহিক। বাকিরা কে কোন পজিশনে রয়েছে? এই প্রশ্নের উত্তরের থেকেও দর্শকদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। সেটা হলো এই সপ্তাহের টিআরপি তালিকা দখল করে নিয়েছে ১৭টি ধারাবাহিক! নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলোও আস্তে আস্তে নিজের অবস্থানের দখল নিতে শুরু করেছে।

শুরু হওয়ার পর থেকে প্রথমবারের জন্য টিআরপি তালিকার সেরা দশে জায়গা করে নিতে পেরেছে গোধূলি আলাপ। অসম বয়সী বিয়ে দেখানোর জন্য শুরু থেকেই অনেক ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল এই ধারাবাহিককে। তবে ধীরে ধীরে অরিন্দম এবং নোলকের কেমিস্ট্রি পছন্দ করতে শুরু করেছেন দর্শকরা। তার বহিঃপ্রকাশ হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকায়।

আবার স্টার জলসা এবং জি বাংলার নতুন দুই ধারাবাহিক বৌমা একঘর এবং লালকুঠিও বেশ ভালো ফলাফল করছে। শেষ সপ্তাহেও সর্বজয়া নবম স্থানে দখল করতে পেরেছে। গঙ্গারামও শেষের পথে এসে দখল করে নিয়েছে দশম স্থান। এক নজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে জায়গা করে নিতে পেরেছে কোন কোন ধারাবাহিক।

Arijit Chowdhuri Left Mithai New Twist Coming Up on Serial

প্রথম – গাঁটছড়া (৮.৫), দ্বিতীয় – মিঠাই (৮.১), ধুলোকণা (৮.১), তৃতীয় – গৌরী এলো (৭.৮), চতুর্থ – আলতা ফড়িং (৭.৭), পঞ্চম – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯), ষষ্ঠ – উমা (৬.৬), মন ফাগুন (৬.৬), আয় তবে সহচরী (৬.৬), সপ্তম – পিলু (৬.১), অনুরাগের ছোঁয়া (৬.১), অষ্টম – লালকুঠি (৪.৬), বৌমা একঘর (৪.৬), নবম – এই পথ যদি না শেষ হয় (৪.৫), গোধূলি আলাপ (৪.৫), সর্বজয়া (৪.৫), দশম – গঙ্গারাম,