ধূলোকণার ঝড়ে উড়ে গেল মিঠাই, টিআরপি তালিকায় মহাচমক

১৪ সপ্তাহের পর ‘গাঁট ছড়া’কে (Gantchhora) পরাহত করতে পেরেছিল ‘মিঠাই’রানী (Mithai)। তবে ২ সপ্তাহ যেতে না যেতেই আবার ছন্দপতন হল। একের পর এক নতুন চমক এনেও ফলাফলে বিশেষ সুবিধা করতে পারলো না মিঠাই। সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট, রকি- দ্য রকস্টার হয়ে ফিরে আসাটাও বিশেষ কাজে লাগলো না। ‘মিঠাই’রানীকে হারিয়ে বেঙ্গল টপারের আসন জয় করে নিল ‘গাঁট ছড়া’।

তবে শুধু বেঙ্গল টপার নয়, মিঠাই স্লট লিডারের জায়গাটাও হারিয়েছে এই সপ্তাহে। মিঠাইয়ের বিপরীতে স্টার জলসার ধূলোকণা ০.৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়েছে। অন্যদিকে ‘মিঠাই’রানীর জায়গা হয়েছে তৃতীয় স্থানে। এই ফলাফলে যে মিঠাই ভক্তরা বেশ হতাশ হয়েছেন তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই টিআরপি (TRP) তালিকা বিশ্বাসই করতে পারছেন না অনেকে।

এবার টিআরপিতে প্রথম স্থানে গাঁট ছড়া, দ্বিতীয় স্থানে ধূলোকণা, তৃতীয় স্থানে মিঠাই ও আলতা ফড়িং, চতুর্থ স্থানে অনুরাগের ছোঁয়া এবং গৌরী এল, পঞ্চম স্থানে লক্ষ্মী কাকিমা এবং উমা, ষষ্ঠ স্থানে পিলু, সপ্তম স্থানে আয় তবে সহচরী, অষ্টম স্থানে মন ফাগুন, নবম স্থানে এই পথ যদি না শেষ হয়, এবং দশম স্থানে খুকুমণি হোম ডেলিভারি।

উল্লেখ্য এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রায় প্রত্যেক ধারাবাহিকের নম্বর কমবেশি কমেছে। আইপিএলের কারণেই প্রত্যেক ধারাবাহিকের টিআরপিতে প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই সপ্তাহেও টিআরপি তালিকায় সাড়া জাগাতে ব্যর্থ নতুন ধারাবাহিক গোধূলি আলাপ এবং উড়ন তুবড়ি। নন ফিকশন রিয়েলিটি শোতে ৫.৪ রেটিং নিয়ে সেরা হয়েছে দাদাগিরি। জিতের ‘ইস্মার্ট জোড়ি’ প্রথম সপ্তাহে কামাল করে দেখালেও তারপর থেকে পিছিয়ে পড়ছে। ৩.৭ পয়েন্ট পেয়েছে ‘ইস্মার্ট জোড়ি’।

এবার এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশের তালিকায় কোন ধারাবাহিক কত পয়েন্ট পেয়েছে। গাঁটছড়া – ৭.৭ (প্রথম), ধুলোকণা- ৭.৫ (দ্বিতীয়), মিঠাই- ৭.২ (তৃতীয়), আলতা ফড়িং- ৭.২ (তৃতীয়), অনুরাগের ছোঁয়া- ৭.১ (চতুর্থ), গৌরী এলো- ৭.১ (চতুর্থ), লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (পঞ্চম), উমা- ৬.৪ (পঞ্চম), পিলু- ৬.১ (ষষ্ঠ), আয় তবে সহচরী -৬.০ (সপ্তম), মন ফাগুন- ৫.৯ (অষ্টম), এই পথ যদি না শেষ হয় -৫.২ (নবম), খুকুমণি হোম ডেলিভারি -৪.৮ (দশম)