উলটপালট টিআরপিতে ভেসে গেল গৌরী এল, নতুন বেঙ্গল টপার কে? চমকে দেবে ফলাফল

গত সপ্তাহে টিআরপি (TRP) -তে টপার হয়ে কার্যত সবাইকে চমকে দিয়েছিল জি বাংলা (Zee Bangla) চ্যানেলের গৌরী এল (Gouri Elo) সিরিয়ালটি। শুরু থেকেই অবশ্য এই সিরিয়ালের টিআরপি ছিল বেশ চড়া। শুরু থেকেই সেরা তিন এর মধ্যে জায়গা প্রায় পাকা করে ফেলে গৌরী। তবে গত সপ্তাহে প্রথমবার বেঙ্গল টপার হলেও এই সপ্তাহে কিন্তু এই সপ্তাহে আবার নেমে গেল গৌরীর টিআরপি।

মাঝে এক সপ্তাহের জন্য টিআরপিতে পিছিয়ে পড়লেও অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) কিন্তু আবার তার পুরনো জায়গা ফিরে পেল। অর্থাৎ এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে সূর্য এবং দীপারাই। ৮.১ নম্বর নিয়ে বাংলা সিরিয়ালের মধ্যে সেরা হয়েছে এই সিরিয়ালটি। অপরদিকে গৌরী এলো রয়েছে দ্বিতীয় স্থানে। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৭।

GOURI ELO

তৃতীয় স্থানে জায়গা পেয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। জি বাংলার অন্যতম সেরা এই সিরিয়ালের ভাগ্যে ৭.৩ নম্বর জুটেছে। নিম ফুলের মধু (Neem Phuler Modhu) হয়েছে চতুর্থ। ৬.৩ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। বাংলা মিডিয়াম রয়েছে পঞ্চম স্থানে। ৬.১ নম্বর পেয়েছে এই সিরিয়াল। এই সপ্তাহেও সেরা পাঁচের মধ্যে থাকলেও বাংলা মিডিয়াম (Bangla Medium) স্লট লিডার হতে পারল না।

ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে পঞ্চমী (Ponchomi)। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯ এবং এই নম্বর নিয়ে পঞ্চমী স্লট লিডার হতে পেরেছে। এক্কাদোক্কা (Ekka Dokka) এবং হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel) সিরিয়াল দুটি ৫.৭ নম্বর পেয়েছে। স্টার জলসার এই দুটি সিরিয়াল সপ্তম স্থান দখল করে নিয়েছে। অষ্টম স্থানে ছিটকে গিয়েছে রাঙা বউ (Ranga Bou)।

RANGA BOU

পঞ্চমীর কাছে স্লট হারিয়ে ৫.৬ নম্বর পেয়েছে রাঙ্গা বউ সিরিয়ালটি। মেয়েবেলা রয়েছে নবম স্থানে। এই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে অনেক জল্পনা শোনা যাচ্ছে এখন। কিন্তু আশ্চর্যজনকভাবে টিআরপি নম্বর বাড়িয়ে ৫.৩ নম্বর পেয়েছে সিরিয়ালটি। এরপরেও সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হবে কিনা সেটাই এখন দেখার।

MEYE BELA

আরও পড়ুন : সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন ‘গৌরী’ মোহনা, পাত্র কে? ফাঁস হল সিক্রেট

সোহাগ জল (Sohag Jol) এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj), এই দুটি সিরিয়াল দশম স্থান অধিকার করেছে। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৬। টিআরপি কম থাকার কারণে স্টার জলসা এবং জি বাংলা থেকে বেশ কিছু সিরিয়াল বিদায় নেবে। আগামী সপ্তাহে আসছে বেশ কিছু নতুন সিরিয়াল। এতে টিআরপিতে কোনও পরিবর্তন আসে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন : শেষপর্বের টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে, জানুন কীভাবে শেষ হচ্ছে মিঠাই