ফুলকি আসতেই উলটপালট টিআরপি, বেঙ্গল টপার হল কে? চমকে দেবে ফলাফল

Bengali Mega Serial TRP List Released On 29th June 2023 : টিআরপি (TRP) -তে ফের বাজিমাত করে দিল জি বাংলা (Zee Bangla)। গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে স্টার জলসার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইতে সেরা ৫ এ জি বাংলার সিরিয়ালের সংখ্যাই বেশি থাকছে এখন। এই সপ্তাহেও তার অন্যথা হল না। এদিকে জি বাংলার নতুন সিরিয়াল ফুলকি (Phulki) -র আগমনে স্টার জলসা (Star Jalsha) -র টিআরপি জোর ধাক্কা খেয়েছে।

প্রথম সপ্তাহেই ফুলকি দ্বিতীয় স্থান দখল করতে পেরেছিল। যা দেখে বিপরীতে সন্ধ্যাতারা (Sandhytara) -র ভক্তরা একটু মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। তাদের আশা ছিল দ্বিতীয় সপ্তাহে অন্ততপক্ষে অন্বেষা হাজরার সিরিয়াল তার ম্যাজিক দেখাতে পারবে। কিন্তু তাদের অনুমান ব্যর্থ করে দিয়ে ফুলকি এবারেও দ্বিতীয় স্থান দখল করেছে। প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)

ANURAGER CHHOWA SONA AND RUPA

অনুরাগের ছোঁয়া গত সপ্তাহে ৮.১ নম্বর পেয়েছিল। তাই টিআরপি টপার হয়েছে এই সিরিয়ালটি। তারপরে রয়েছে ফুলকির স্থান। ফুলকি ৭.৪ নম্বর পেয়েছে। জগদ্ধাত্রী (Jagadhatri) ছিটকে গিয়েছে তৃতীয় স্থানে। এই সিরিয়ালটি ৭.৩ নম্বর পেয়েছে। নিম ফুলের মধু (Neem Phuler Modhu) রয়েছে চতুর্থ স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭।

বাংলা মিডিয়াম (Bangla Medium) রয়েছে পঞ্চম স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। রাঙা বউ (Ranga Bou) রয়েছে ষষ্ঠ স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। হরগৌরী পাইলস হোটেল সপ্তম স্থানে রয়েছে। পেয়েছে ৬.০ নম্বর। এক্কাদোক্কা রয়েছে অষ্টম স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩। সোহাগ জল ৫.১ নম্বর নিয়ে নবম স্থানে রয়েছে।

KOMOLA O SRIMAN PRITHVIRAJ

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ রয়েছে দশম স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৫। গত সপ্তাহে শেষ হয়েছে মেয়ে বেলার পথচলা। অন্তিম সপ্তাহে খুবই কম টিআরপি পেয়েছিল এই সিরিয়াল। মেয়েবেলা বিকেল পাঁচটার স্লটে পেয়েছে মাত্র ১.৬। নতুন স্লটে গিয়ে কার্যত ডুবে গিয়েছে গৌরী এলো। টিআরপি টপার থেকে একেবারে সেরা দশের তালিকা থেকেই ছিটকে বাইরে বেরিয়ে গিয়েছে সিরিয়ালটি।

GOURI ELO

আরও পড়ুন : শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ‘গাঁটছড়া’র নায়িকা, ফাঁস হল হবু বরের পরিচয়

সন্ধে ছটার স্লটে রামপ্রসাদকে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে গৌরী। রামপ্রসাদ গত সপ্তাহে ৩.৯ নম্বর পেয়েছে। সেই জায়গায় গৌরী পেয়েছে মাত্র ২.৯। জি বাংলার তরফ থেকে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে সোহাগ জলকে। যদিও এই সপ্তাহে নয় নম্বরে রয়েছে এই সিরিয়ালটি। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মানালি দের নতুন সিরিয়াল কার কাছে কই মনের কথা। এটিও বেশ ভালই টিআরপি পাবে করে মনে করছেন দর্শকরা।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের ‘নায়িকা নাম্বার ওয়ান’, জি বাংলার ‘জগদ্ধাত্রী’র পারিশ্রমিক কত জানেন?