বাংলা সিরিয়ালের ‘নায়িকা নাম্বার ওয়ান’, জি বাংলার ‘জগদ্ধাত্রী’র পারিশ্রমিক কত জানেন?

জি বাংলার ‘জগদ্ধাত্রী’র পারিশ্রমিক কত? টাকার অংক ঘুরিয়ে দেবে মাথা

Riya Chatterjee

Published on:

Jagadhatri Fame Ankita Mallick`s Charges Per Episode : জি বাংলা (Zee Bangla) চ্যানেলের জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালটির জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছুই নেই। এই সিরিয়াল একাধিকবার বেঙ্গল টপার হয়েছে। আজও টিআরপি তালিকাতে সেরার স্থান দখল করা নিয়ে জগদ্ধাত্রীর সঙ্গে অন্যান্য সিরিয়ালের হাড্ডাহাড্ডি লড়াই চলে। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে পথ চলা শুরু করেছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অঙ্কিতা একেবারেই নতুন মুখ। কিন্তু প্রথম সুযোগেই তিনি কিস্তিমাত করে দিয়েছেন। বর্তমানে দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেত্রী তিনি। দিনে দিনে তার জনপ্রিয়তা বাড়ছে। জগদ্ধাত্রী চরিত্রটির মধ্যে দ্বৈত সত্তা রয়েছে। একদিকে সে যেমন ঘরোয়া, গৃহকর্মে নিপুণা, শান্ত স্বভাবের মেয়ে, অন্যদিকে আবার দাপুটে পুলিশ অফিসার। তার ভয়ে কাঁপে গুন্ডারা।

JAGADHATRI

জি বাংলার এই সিরিয়ালটি কার্যত আর পাঁচটা সিরিয়ালের তুলনায় আলাদা। সেটা সম্ভব হয়েছে জগদ্ধাত্রীর চরিত্রটির মধ্যে আলাদা আলাদা সত্তা ফুটিয়ে তোলার জন্যই। আর এই কাজটি নিখুঁতভাবে পর্দাতে উপস্থাপন করছেন অঙ্কিতা। ঘরোয়া গৃহবধূ জগদ্ধাত্রীই বাড়ির বাইরে ‘দাবাং’ পুলিশ অফিসার জ্যাস। দর্শকরা খুবই পছন্দ করছেন এই অভিনেত্রীকে।

বলতে গেলে এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঙ্কিতা। এর আগে তিনি কেবল কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এটাই তার প্রথম সিরিয়াল বটে, কিন্তু তার অভিনয় দেখে সেটা আন্দাজ করা যায় না। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক তাই ইন্ডাস্ট্রির পোড় খাওয়া নায়িকাদের তুলনায় কিছু কম নয়।

JAGADHATRI

বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্র থেকে সম্প্রতি অঙ্কিতা মল্লিকের পারিশ্রমিকের অংকটা জানা গিয়েছে। ‘জগদ্ধাত্রী’ হিসেবে যখন প্রথম অভিনয় শুরু করেছিলেন অঙ্কিতা তখন তাকে ৭০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হত। সিরিয়াল শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই যখন জনপ্রিয়তা বেড়ে যায় তখন পারিশ্রমিকের অংকটাও বাড়ে।

JAGADHATRI

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ! ফাঁস হল ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-দীপার ঝগড়ার চাঞ্চল্যকর কারণ

শুরুতে ৭০ হাজার টাকা করে পেলেও এখন অঙ্কিতা ৯০ হাজার টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন। অর্থাৎ তার পারিশ্রমিকের অংকটা প্রায় একলাখে গিয়ে পৌঁছেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার ফ্যানবেস। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফলোয়ার্সের সংখ্যাও দিন দিন উপচে পড়ছে।

আরও পড়ুন : ‘সিধাই’, ‘সুদীপা’ থেকে পৃথ্বীরাজ, বাংলা সিরিয়ালের সেরা কে কোন পুরস্কার পেলেন? রইল সম্পূর্ণ তালিকা