৫০ পেরিয়েও সিঙ্গেল, বলিউডের এই ৪ অভিনেতা কেন বিয়ে করেননি জানেন?

বয়স ৫০ পেরোলেও বিয়ে করেননি, বলিউডের এই ৪ অভিনেতা আজও সিঙ্গেল রয়েছেন

Bollywood Actors Who Are Still Single Now : বলিউড (Bollywood) সুপারস্টাররা কোটি কোটি মহিলাদের রাতের ঘুম উড়িয়েছেন। বলিউডের হ্যান্ডসাম হিরোদের প্রেমে হাবুডুবু খান দেশ-বিদেশের সুন্দরীরা। তাদের মতই জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখেন তারা। তবে ইন্ডাস্ট্রিতে এমন কয়েকজন সুপারস্টার রয়েছেন যারা বারবার প্রেমে পড়লেও নিজেদের জীবনসঙ্গীর খোঁজ পাননি। এমনকি বয়স বাড়লেও তারা সিঙ্গেলই রয়েছেন।

এই তালিকায় শুধু সালমান খান নন, বলিউডের এমন মোস্ট এলিজেবল ব্যাচেলারে (Bollywood Most Eligible Bachelor) -র তালিকায় রয়েছেন চার-চার জন হ্যান্ডসাম হিরো। তারা তাদের কেরিয়ারের দিক থেকে ভীষণ সফল। কেউ নায়ক হিসেবে, কেউ ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু বিয়ের কথা উঠলেই তারা নাকচ করে দেন। এক নজরে দেখে নিন এই তালিকায় কারা রয়েছেন।

DINO MOREA

ডিনো মরিয়া (Dino Morea) : বলিউডের এই হ্যান্ডসাম হিরো ইন্ডাস্ট্রিতে পা রাখার পরপরই কোটি কোটি মহিলার মনে জায়গা করে নিয়েছিলেন। ‘রাজ’ সিনেমাখ্যাত এই হিরোর প্রেমে আজও পাগল অসংখ্য নারী। কিন্তু অভিনেতা আজও বিয়ে করেননি। তার বয়স এখন ৪৭ বছর।

রাহুল খান্না (Rahul Khanna) : এই তালিকায় বিনোদ খান্নার ছেলে রাহুলের নামও রয়েছে। বয়স তার এখন ৪৫ বছর। তিনি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেন। বেশ বড় মহিলা ফ্যানবেস রয়েছে তার। কিন্তু রাহুলও আজ পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। তিনি আদেও বিয়ে করবেন কিনা তার ঠিক নেই।

salman khan marriage

সালমান খান (Salman Khan) : বয়স ৫০ পেরিয়েছে বহু আগে। এখনও অষ্টাদশীদের মনে ঝড় তুলতে পারেন সালমান খান। পর্দা এবং পর্দার বাইরে সমানতালে হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সালমান খান। কিন্তু তিনি বিয়ে করবেন না, এমনটাই জানা যায়।

Manish Malhotra

আরও পড়ুন : উদ্দাম যৌনতায় ঠাসা, থিয়েটারে নিষিদ্ধ হলেও ওটিটিতে রমরমিয়ে চলেছে এই সিনেমাগুলি

মনীশ মালহোত্রা (Manish Malhotra) : বলিউড ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন খ্যাতনামা ডিজাইনার হলেন মনীশ মালহোত্রা। তার হাতের ছোঁয়ায় আরও সুন্দরী হয়ে ওঠেন বলিউড নায়িকারা। তার বয়স এখন ৫৬ বছর। বলিউডের সদা সিঙ্গেলদের তালিকাতে তারা নামও রয়েছে।

আরও পড়ুন : বিয়ের জন্য ইসলাম নিতে হয়েছে, এই ৬ হিন্দু অভিনেত্রীর মধ্যে একজন বাঙালিও আছেন