জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) -র নায়িকাদের সঙ্গে তো বেশ পরিচিত দর্শকরা। এই দুই চ্যানেলের অভিনেত্রীদের মধ্যে সেরা নায়িকাদের পড়াশোনার দৌড় জানেন? আজকের এই প্রতিবেদনে রইল অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শোলাঙ্কি রায় (Solanki Roy), মানালি দে (Manali Dey), সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), মোহনা মাইতি (Mohana Maiti) -দের শিক্ষাগত যোগ্যতা। দেখে নিন আপনার পছন্দের নায়িকারা কতদূর শিক্ষিত।
অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) : বাংলা সিরিয়াল এবং সিনেমার সেরা অভিনেত্রীদের মধ্যে অপরাজিতা একজন। খুব শীঘ্রই তাকে জল থই থই ভালোবাসা সিরিয়ালে দেখা যাবে। অপরাজিতা শুধু একজন নামী অভিনেত্রী নন, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত। স্নাতক পাশের ডিগ্রী রয়েছে তার হাতে।
শোলাঙ্কি রায় (Solanki Roy) : ইচ্ছেনদী, প্রথমা কাদম্বিনী, গাঁটছড়া সিরিয়ালের নায়িকা শোলাঙ্কি সিরিয়াল ছেড়ে এখন সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ করছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরপর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।
মোহনা মাইতি (Mohana Maiti) : বাংলা সিরিয়ালের নায়িকাদের মধ্যে সব থেকে কম বয়সী হলেন মোহনা। মাধ্যমিক পাশ না করেই তিনি অভিনয় করতে শুরু করেন। এখন সিরিয়াল করার পাশাপাশি স্কুলে পড়াশোনা করছেন তিনি।
মানালি দে (Manali Dey) : মানালি বাংলা সিরিয়াল এবং সিনেমার আরও একজন জনপ্রিয় অভিনেত্রী। বউ কথা কও, ধুলোকনা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তবে তিনি নাকি স্কুলের গন্ডি পেরোতে পারেননি। উচ্চ মাধ্যমিকের পর তিনি আর পড়াশোনা করেননি।
আরও পড়ুন : টিকিটের দাম ২ টাকা, তাতেই ৩৫ কোটির ব্যবসা! ‘শোলে’ এখন বানানো হলে কত টাকা কামাতো?
আরও পড়ুন : একের পর এক সিরিয়াল ফ্লপ! দিনে দিনে কেন কমছে সিরিয়াল নায়িকাদের জনপ্রিয়তা?
সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : বাংলার মিঠাই রানী সৌমিতৃষা স্কুলে পড়তেই সিরিয়ালে কাজ করতে শুরু করে দেন। জয় কালী কলকাত্তাওয়ালী, কনে বউ সিরিয়াল এরপর মিঠাই সিরিয়াল তার সব থেকে বড় ব্রেক। তিনি বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ইংরেজি নিয়ে ওপেন ইউনিভার্সিটিতে স্নাতক হয়েছেন তিনি।