টিকিটের দাম ২ টাকা, তাতেই ৩৫ কোটির ব্যবসা! ‘শোলে’ এখন বানানো হলে কত টাকা কামাতো?

Why Sholay is the biggest Blockbuster in Indian Cinema : ৪৮ বছর আগের ‘শোলে’ এখন বানানো হলে কত টাকা কামাতো?

বর্তমান সময়ে কোটি কোটি টাকা ব্যবসা করা ছবিগুলির কাছে জলভাত হয়ে গিয়েছে। আর এই তালিকায় বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood) কেও পিছিয়ে নেই। এদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রি (Kollywood) আবার কয়েকটি ছবি ১০০০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। কিন্তু আশি নব্বয়ের দশকে একটি ছবি থেকে কোটি কোটি টাকা আয় করা মুখের কথা ছিল না। কারণ সেইসময় টিকিটের দাম কম ছিল। কিন্তু সেই সময়ে দাড়িয়ে ৩৫ কোটি টাকা ব্যবসা করেছিল ‘শোলে’। ৪৮ বছর আগের ‘শোলে’ এখন বানানো হলে (Sholay Box Office Collection) কত টাকা কামাতো? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

শাহরুখ খান অভিনীত জওয়ান যবে থেকে মুক্তি পেয়েছে এটা তবে থেকে সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে যে বলা চলে! একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। ৭ সেপ্টেম্বর রিলিজ করেছে জওয়ান, তার পর মাত্র ১১ দিন কেটেছে এর মধ্যেই এই ছবি ৮০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে। তবে এটাই প্রথম ভারতীয় ছবি নয় যা বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকা আয় করেছে। তালিকায় আছে দঙ্গল, পাঠান, বাহুবলির মতো একাধিক ছবি।  তবে এখনকার দিনে একটি ছবির গুরুত্ব টাকার অঙ্কে করা হলেও সত্তর, আশির দশকে একটি ছবি কত দিন থিয়েটারে চললো সেই হিসাবে করা হতো।

Do You Know The Real Name Of Jawan Actress Nayanthara

জানেন কী সত্তরের দশকে বলিউডের শোলে ছবিটি সবথেকে বেশিদিন সিনেমা হলে চলেছিল। আর সেই কারণে এই বর্তমান সময়ে দাড়িয়েও শোলে একইভাবে তার জনপ্রিয়তা বজায় রেখেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পির কালজয়ী সিনেমা শোলে। ১৫ আগস্ট তারিখটা যেমন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, তেমনই এই দিনে মুক্তি পাওয়া ‘শোলে’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটায়।

ছবিটি একের পর রেকর্ড ভেঙেছে, গড়েছে অনেক নতুন রেকর্ড। একাধিক মহারথীকে নিয়ে তৈরি এই ছবিটি এক কথায় আল্টিমেট ক্লাসিক ফিল্ম অফ বলিউড। জানেন কি সত্তরের দশকে মুক্তি পেয়ে এই ছবিটি আয় করেছিল ৩৫ কোটি টাকা। যেটা আজ থেকে ৪৮ বছর আগে করা মোটেও মুখের কথা ছিল না।

sholay movie poster

IMDb-র রিপোর্ট অনুযায়ী, শোলে মুক্তির পর একটানা পাঁচ বছর সিনেমাহলে টিকে ছিল। এমনকি দর্শক আসন ভরানোতেও এই ছবি নম্বর ওয়ান ছিলো। এই ছবিটি মুক্তি পাওয়ার পর ভারতে ১৮ কোটি ব্যবসা করেছিল। ভারত ছাড়াও অনান্য দেশেও এই ছবি মুক্তি পেয়েছিল। সব মিলিয়ে এই ছবির মোট ২৫ কোটি টিকিট বিক্রি হয়েছিল।

এমনকি শোলে মুক্তি পাওয়ার এক দশক পযন্ত কোন ছবি শোলের সাফল্যেকে টপকাতে পারেনি।যদিও শোলে মুক্তি পাওয়ার সময় অন্যান্য জিনিসের মত টিকিটের দামও খুব কম ছিল। সেই সময় টিকিটের দাম ছিল ২ থেকে আড়াই টাকা। যদিও ছবির পরিচালকের মতে ২৫ কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি। কিন্তু ‘শোলে-দ্য মেকিং অফ এ ক্লাসিক’ অনুসারে মুক্তির পর ৩৫ কোটির ব্যবসা করেছিল শোলে। তবে বলা বাহুল্য হিসাব অনুযায়ী বর্তমানে এই ছবি মুক্তি পেলে ৯৮১ কোটি টাকা ব্যবসা করতো।