শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত জওয়ান (Jawan) অবশেষে প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে চারিদিকে দুর্দান্ত গুঞ্জন ছিল। বিশেষত, শাহরুখ-এর পাঠান (Pathaan) -এ ব্যাপক প্রত্যাবর্তনের পরে এই ছবি আরও বেশি করে নজর কেড়েছে ভক্তদের। নতুন ছবি জওয়ান অবশেষে ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু ইতিমধ্যেই এই ছবি অনেকেই প্রেক্ষাগৃহে না গিয়ে বাড়িতে বসে অনলাইনে দেখতে চাইছেন। চলুন জেনে নিই কী ভাবে এই ছবি বাড়িতেই ডাউনলোড করে দেখবেন।
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে জওয়ান। যুবক থেকে বৃদ্ধ গ্র্যান্ড অ্যাকশন এই ছবিটি দেখার জন্য দলে দলে ভিড় জমিয়েছে। ছবির সমালোচকেরাও প্রাথমিক পর্যালোচনায় ভালোই রেটিং দিয়েছেন। তবু তারই মাঝে বক্সঅফিসে আঘাত হানতে জওয়ান বিনামূল্যে ডাউনলোড করে দেখার জন্য ফুল এইচডি সংস্করণ ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে।
তামিলরকারস, টেলিগ্রাম, ফিল্মজিলা এবং অন্যান্যের মতো পাইরেসি সাইটগুলিতে জওয়ান রীতিমতো দেখছে অনেকেই৷ কিন্তু এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈধ।আপনার হয়তো মন হতেই পারে যে ছবিটি টিকিট কেটে প্রেক্ষাগৃহে না দেখে অনলাইনে ডাউনলোড করে দেখবো। কিন্তু আপনি হয়তো জানেন এর জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। এমনকি আপনি আইনি মারপ্যাঁচেও পড়তে পারেন। চলুন এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় গুলো জেনে নিই।
ভারতে পাইরেসি নিষিদ্ধ : এখনকার সম্প্রতি মুক্তি পাওয়া অনেক ছবি অনলাইনের নামি দামি ওয়েব সাইডে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো থেকে সিনেমা ডাউনলোড করে দেখা ভারতে আইনত অপরাধ বলে ধরা হয়। তাই আপনারও উচিত এই কাজ না করা। নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে পাইরেসির মামলা হতে পারে।
নিরাপত্তার সাথে আপস করবেন না : এই পাইরেসি ওয়েবসাইট গুলো থেকে ছবি ডাউনলোড করতে গিয়ে আপনি নিজেই অনেক রকম বিপদে পড়তে পারেন। যেমন এই সব সাইট গুলোতে এমন কিছু ভাইরাস থাকে যেগুলো আপনার পার্সোনাল ডিটেইলস ফাঁস করে দিতে পারে। তার সঙ্গে ব্যাংক জালিয়াতির মত সমস্যাতেও পড়তে পারেন।
জেল হতে পারে : প্রেক্ষাগৃহে টিকিটের টাকা খরচা না করে অনলাইনে ওয়েবসাইট থেকে সিনেমা দেখতে হয়তো আপনার খুব ভালো লাগবে। কিন্তু এটার জন্য যে শাস্তি হতে পারে সেটা আশা করছি একদমই ভালো লাগবে না। এর জন্য আপনার জেল পযন্ত হতে পারে। সঙ্গে মোটা টাকা জরিমানা। সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ এর সংশোধিত বিল অনুসারে, এর জন্য ৩ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে।
আরও পড়ুন : নায়ক যখন খলনায়ক! ‘জওয়ান’-র আগে এই ৬ ছবিতে ভিলেন হয়ে বলিউড কাঁপিয়েছিলেন শাহরুখ খান
যেখানে জওয়ানকে অনলাইনে দেখতে হবে : তবে এমন হতে পারে অনেক সমস্যার কারণে আপনি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পেলেন না। তার জন্য বিকল্প ব্যবস্থা আছে। আপনি আপনার বাড়িতে বসে ও টি টি প্ল্যাটফর্মের মাধ্যমে ছবিটি দেখে নিতে পারেন। কারণ এখনকার যে কোন ছবি মুক্তি পাওয়া দু-তিন মাসের মধ্যেই সেই ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়ে যায়।
আরও পড়ুন : পাঠান তো বাচ্চা! ‘জওয়ানে’র প্রথম দিনের কালেকশনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ