নায়ক যখন খলনায়ক! ‘জওয়ান’-র আগে এই ৬ ছবিতে ভিলেন হয়ে বলিউড কাঁপিয়েছিলেন শাহরুখ খান

হিরো থেকে ভিলেন, এই ৬ ছবিতে খলনায়ক হয়ে বলিউড কাঁপিয়েছেন শাহরুখ খান

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) -র জওয়ান (Jawan)।আর এই ছবিতে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। তবে কেরিয়ারের শুরু থেকেই বলিউড (Bollywood) -এ রোম্যান্টিক হিরো হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন শাহরুখ খান। রোম্যান্টিক গানের সঙ্গে শাহরুখের অভিনয়, শুরু থেকেই পছন্দ করেছেন অনুরাগীরা। কিন্তু জওয়ান প্রথম নয় এর আগেও অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে কিং খান। চলুন দেখে নিই এই তালিকায় কোন কোন ছবি আছে।

ডর (Darr) : এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। আর এই ছবিতে রাহুল মেহরা নামের এক অস্তির মনস্ক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে দেখা গিয়েছে, ব্যর্থ প্রেমের সঙ্গে প্রেমিকাকে হারিয়ে ফেলার ভয়ে ভীত এক অন্ধ প্রেমে অসুস্থতা। ছবিতে কিরণের চরিত্রে রয়েছেন জুহি চাওলা। বিবাহিত কিরণকে নিজের করে পেতে যে কোন কাজ করতে প্রস্তুত ছিলেন রাহুল ওরফে শাহরুখ অভিনীত চরিত্রটি। ‘ডর’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন শাহরুখ খান।

Anjaam

আনজাম (Anjaam) : ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। তবে ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। একদিকে বোকা বাবলুর চরিত্র, অপরদিকে অন্ধকার জগতের রাজা মানুর চরিত্রে। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ খলনায়কের পুরস্কার পেয়েছিলেন বাদশা।

ফ্যান (Fan) : ২০১৬ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ‘ফ্যান’। এখানে ‘আরিয়ান খান’ ও ‘গৌরব চন্দ্র’ এই দুই দ্বৈত ভূমিকায় দেখা গেছে বাদশাহকে। এই ছবিতেও খলনায়ক হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। বিশ্বজুড়ে বক্স অফিসে এই ছবি ১৮২.৩৩ কোটি টাকার আয় করে।

Don 2

ডন ২ (Don 2) : অমিতাভ বচ্চনের পর বলিউডের ডন হয়ে উঠেছিলেন শাহরুখ খান। শাহরুখ খান এই ছবিতে একদিকে যেমন হৃদয়হীন ডনের চরিত্রে অভিনয় করেন, অন্যদিকে একইভাবে নিরীহ ‘ডপলগ্যাঙ্গার’-এর চরিত্রে দেখা যায়। বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

Duplicate

আরও পড়ুন : কী কী চমক রয়েছে ‘জওয়ান’ ছবিতে? যে ৫ কারণে অবশ্যই দেখতে হবে ‘জওয়ান’

ডুপ্লিকেট (Duplicate) : মহেশ ভট্ট পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে শেফ ও অপরাধীর চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিতেও শাহরুখের খলনায়কের চরিত্র ছিলো দেখার মত। ১৯৯৮ সালে এই ছবি বক্স অফিসে ২১.৪৯ কোটি টাকার ব্যবসা করে যা এই সময় দাঁড়িয়ে প্রায় ৮২ কোটি টাকার সমান।

আরও পড়ুন : নিজের বাড়ি ভাড়ায় দিলেন শাহরুখ খান, এক রাতের থাকার খরচ চমকে দেবে