এপার বাংলার জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো (Reality Show) ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)। এই রিয়ালিটি শোয়ের হাত ধরেই লাইমলাইটে এসেছেন বহু প্রতিভাবান সঙ্গীত শিল্পী। তবে শুধু মাত্র এপার বাংলা নয়, ওপার বাংলাতে জনপ্রিয় ছিল এই শো ও শোয়ের প্রতিযোগিরা। এমননি একজন জনপ্রিয় প্রতিযোগি হলেন বাংলাদেশি গায়ক নোবেল ওরফে মইনুর আহসান নোবেল (Mainul Ahsan Noble)।
তবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বার বার বিতর্কেও জড়িয়েছেন তিনি। বিতর্ক যেন তার পিছু ছাড়তে চাইছে না। কখনও কোনও জনপ্রিয় ব্যক্তিকে ভুল করে, আবার কখনও মঞ্চে উঠে অশালীন আচরণ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি আরও এক একবার এই ধরনের বিতর্কে জড়িয়ে ছিলেন।
বহুদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে অতিরিক্ত নেশা করার জন্য এই ধরনের আচরণ করে ফেলছেন তিনি। এবার তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মামুদ (Salsable Mahmud)। শুধু তাই নয়, নেশা করার জন্য নাকি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করেন তিনি। যদিও স্ত্রীর মতে নোবেল আগে এমন ছিল না।
এই বিষয়ে একটি সাক্ষাৎকারে সালসাবিল মামুদ জানিয়েছেন, “যখন আমার নোবেলের সঙ্গে প্রথম সম্পর্ক শুরু হয়েছিল তখন তিনি সম্পূর্ণ একজন অন্য মানুষ ছিলেন। তখন আমি যে নোবেলকে দেখেছি সে সত্যিই মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা পাওয়ার মতো একটা ছেলে। নেশা শুরু করার পর থেকে ওর মধ্যে পরিবর্তন আসতে থাকে। মুহুর্তের মধ্যে সব ছিল পরিবর্তন হয়ে গিয়েছিল।”
এর তার পরিবর্তন কান এসেছে এই বিষয় নিয়ে বলতে গিয়ে সালসাবিল বলেছেন, “একবার অনেকগুলো বড় বড় মিউজিক শো এসেছিল ওর কাছে। কিন্তু হঠাৎ করে এই শো গুলি ক্যানসেল হয় যায়। তখন থেকেই মাদকের প্রতি আসক্তি বাড়ে। যেদিন জেমস ভাইকে (James) নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই দিন প্রথম মাদক নিয়ে ছিলেন তিনি।”
আরও পড়ুন : বাংলাদেশি গানে আইটেম নেচে ভাইরাল বাংলার অভিনেত্রী নুসরত জাহান
তবে অবাক হয়ে যাবেন এই নেশার জন্য নোবেল কত টাকা খরচ করে তা শুনলে। এই বিষয়েও জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। তিনি বলেছেন, “নোবেল প্রতি দিন প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি টাকা খরচ করেন এই নেশা করার জন্য। বিভিন্ন মিউজিক শো করে তিনি যা টাকা রোজগার করেছেন এবং আমাদের যে টাকা জমানো ছিল সেই সব টাকা তিনি নেশার জন্য ব্যয় করছেন। তবে এছাড়াও বহু মানুষ তাকে টাকা দেন এই সব কেনার। এভাবেই নেশা করেন তিনি।”
আরও পড়ুন : গান গাইতে এসে মাতলামি! নোবেলকে জুতোপেটা করে মঞ্চ থেকে তাড়ালেন দর্শকরা