আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল, রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই ৩টি ধারাবাহিক

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের বেশ কিছু ধারাবাহিকের টিআরপি (TRP) এখন খুবই কম। এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক দর্শকরা পছন্দ করছেন ঠিকই কিন্তু টিআরপি সেভাবে উঠছে না। আবার প্রাইম টাইম জুড়ে থাকা এই সিরিয়ালগুলোর খারাপ ফলাফলের কারণে বিপরীতে জি বাংলার বেশ লাভ হচ্ছে। তাই এখন পুরনো সিরিয়ালের বদলে নতুন সিরিয়াল আনার কথা ভাবছে চ্যানেল।

যতদূর জানা যাচ্ছে স্টার জলসাতে খুব শীঘ্রই চারটি নতুন ধারাবাহিক সম্প্রচার হবে। এদিকে এখন গাঁটছড়া (Gantchchora), মেয়েবেলা (Meye Bela), গুড্ডি (Guddi), বাংলা মিডিয়াম (Bangla Medium) -সহ বেশকিছু সিরিয়ালের টিআরপি বেশ কম। স্টার জলসার হাতে রয়েছে দীপান্বিতা হাজরা (Dipanwita Hazra), সৈয়দ আরেফিন (Syed Arefin) -র ‘তুঁতে’ (Tunte), অন্বেষা হাজরা (Annwesha Hazra) -র নতুন একটি সিরিয়ালসহ বেশ কিছু নতুন সিরিয়াল। এই নতুন সিরিয়ালগুলোর সম্ভাব্য স্লটের কারণে বন্ধ হতে পারে বেশ কিছু পুরনো সিরিয়াল।

MEYE BELA

আসলে স্টার জলসার প্রত্যেকটি টাইম স্লট এখন ভরে রয়েছে। নতুন সিরিয়াল আসছে মানে সেটা প্রাইম টাইম পাবে। এদিকে প্রাইমটাইমে থাকা কিছু পুরনো সিরিয়াল যাদের ফলাফল খুবই খারাপ তাদের এখন বন্ধ করে দেওয়া হতে পারে কিংবা তাদের স্লট বদলে যেতে পারে। এখন তিনটি ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে, এমনটাই শোনা যাচ্ছে স্টার জলসাকে নিয়ে।

টিআরপি কম থাকার জন্য সাম্প্রতিক সময়ের বিতর্কিত সিরিয়াল মেয়েবেলা বন্ধ হতে পারে। কিছুদিন আগেই এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন রূপা গাঙ্গুলী। ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রের মুখ বদল হয়েছে। সেই জায়গায় এসেছেন অনুশ্রী দাস। এদিকে দীর্ঘ প্রায় চার মাস পেরিয়ে গেলেও মেয়েবেলা গৌরী এলোর জায়গা দখল করতে পারেনি।

BANGLA MEDIUM

এছাড়াও স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালের অবস্থা খুব একটা ভাল নয়। বিপরীতে জি বাংলার নিম ফুলের মধু এখন ভাল ফলাফল করছে। এই সিরিয়ালটিকেও বন্ধ করে দেওয়া হতে পারে এমন খবর শোনা যাচ্ছে। অন্যদিকে গাঁটছড়া সিরিয়ালের টিআরপি তো অনেকদিন ধরেই কমে আসছে। তার উপর আবার খড়ি ছেড়ে চলে যাওয়াতে সিরিয়ালটির সম্পর্কে আগ্রহ হারিয়েছেন বহু দর্শক।

TUNTE

আরও পড়ুন : পঞ্চমীর ‘নীলু’র কাছে সোনা-রূপাও ফেল, এই খুদে অভিনেতার পরিচয় জানলে চমকে যাবেন

যতদূর জানা যাচ্ছে স্টার জলসাতে তুঁতে ছাড়াও মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের দুটি এবং যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের থেকে একটি সিরিয়াল আসবে। টিআরপিতে এই তিনটি সিরিয়ালের হাল এখন এমন যে নতুন সিরিয়াল এলে সবার আগে এই তিন সিরিয়ালেরই পথচলা বন্ধ হবে বলে মনে করছেন দর্শকরা।

আরও পড়ুন : কন্ট্রাক্ট শেষ হওয়ার ৪০ দিন আগেই ‘গাঁটছড়া’ থেকে সরিয়ে দেওয়া হয় খড়িকে, কেন জানেন?