কন্ট্রাক্ট শেষ হওয়ার ৪০ দিন আগেই ‘গাঁটছড়া’ থেকে সরিয়ে দেওয়া হয় খড়িকে, কেন জানেন?

কন্ট্রাক্ট ছিল আরও ৪০ দিনের, নির্ধারিত সময়ের আগেই কেন ‘গাঁটছড়া’ ছাড়লেন শোলাঙ্কি

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchchora) -তে নায়িকা বদল হয়েছে বেশ কিছুদিন আগে। ধারাবাহিকের নায়িকা শোলাঙ্কি রায় (Solanki Roy) সিরিয়াল শেষ হওয়ার অনেক আগেই বেরিয়ে গিয়েছেন ধারাবাহিক ছেড়ে। তাকে ছাড়া দর্শকদের বিশেষ ভাল লাগছে না। ঋদ্ধি-খড়ির কেমিস্ট্রিটা মিস করছেন তারা।

এখন অবশ্য আয়ুষ্মান এবং গঙ্গাকে নিয়ে গল্প যেভাবে এগোচ্ছে তাতে পুরনো ঋদ্ধি এবং খড়ির সম্পর্কের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন তারা। শোলাঙ্কির সিরিয়াল ছেড়ে দেওয়ার কথা উঠলে ধারাবাহিকটাই বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। খড়ি বিদায় নেওয়ার পর ধারাবাহিকের টিআরপি আরও কমেছে। যদিও শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি নিজেই আবার ফিরবেন নায়িকা হয়ে।

SOLANKI ROY

প্রথমে শোনা গিয়েছিল স্টার জলসার সঙ্গে শোলাঙ্কির চুক্তির মেয়াদ কিছুদিন আগেই শেষ হয়েছে। তাই নাকি অভিনেত্রী পাকাপাকিভাবে সিরিয়াল ছেড়েছেন। এরই মধ্যে শোনা গেল নতুন একটি সংবাদ। জানা যাচ্ছে যে শোলাঙ্কির নাকি চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। অভিনেত্রীর সঙ্গে নাকি চ্যানেলের কাজের মেয়াদ শেষ হতে ৪০ দিন বাকি ছিল।

যতদূর জানা যাচ্ছে, গাঁটছড়া ধারাবাহিকের সকলের সঙ্গে চ্যানেলের কন্ট্রাক্ট ছিল ৩১শে মে পর্যন্ত। শোলাঙ্কির সঙ্গেও সেই একই মেয়াদ ছিল। কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে ধারাবাহিক ছেড়ে চলে যান অভিনেত্রী। তার মৃত্যু দেখিয়ে গল্প নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকলের মনে প্রশ্ন উঠছে কেন আগেভাগেই সিরিয়াল ছেড়ে দিলেন নায়িকা?

SOLANKI ROY

এতদিনে জানা গেল আসল কারণটা। শোনা যাচ্ছে নির্দিষ্ট দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চ্যানেল আরও ৬ মাস কন্ট্রাক্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু শোলাঙ্কি নিজে সেই কন্ট্রাক্টে সাইন করতে নারাজ হন। তিনি চ্যানেলকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ৩১শে মে-র পর থেকে আর কাজ করতে পারবেন না। এখন প্রশ্ন উঠছে কেন একমাস আগেই অভিনেত্রীকে সিরিয়াল থেকে সরানো হল?

SOLANKI ROY

আরও পড়ুন : নায়িকা মরে নিজের মেয়ে হয়ে ফিরছে, জনপ্রিয় সিরিয়ালের গল্পে আসছে বিরাট টুইস্ট

আসলে গল্পের নায়িকাকে তো আর হঠাৎ করে বের করে দেওয়া যায় না। এতে গল্পের ছন্দপতন হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু খড়ি ওই সময় প্রেগন্যান্স ছিল তাই নির্মাতাটা ঠিক করেন এই অবস্থাতেই সন্তানের জন্ম দিতে গিয়ে সে মারা যাবে। এভাবেই খড়ির গল্পের ইতি টানার কথা ভেবেছেন তারা। তাই নির্ধারিত দিনের আগেই খড়িকে বিদায় নিতে হয়েছে।

আরও পড়ুন : অন্তিম শুটিংয়ের পথে মিঠাই, শেষ পর্বের সম্প্রচার কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ