ভারতীয় সিনেমার ইতিহাসে ‘বাহুবলী’ নজির গড়েছিল। শুধু দেশে নয়, গোটা পৃথিবীতে পরিচালক এস এস রাজামৌলি ও তার ছবি প্রশংসা পেয়েছে। বাহুবলী ১ এবং ২, দুটো পার্টই বক্স অফিসে রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে। বাহুবলী ২ : দ্য কনক্লুশনেই কার্যত এই ছবি সিরিজের সমাপ্তি বলে মনে করেছিলেন দর্শকরা। তবে দর্শকদের নতুন এক চমক দিলেন খোদ পরিচালক রাজামৌলি।
বাহুবলী ১ এবং ২ এর সাফল্যেই শেষ হবে না এই ছবি সিরিজ। শীঘ্রই নাকি বাহুবলীর তৃতীয় পার্ট আনতে চলেছেন রাজামৌলি। এই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ছবির নাম হবে ‘বাহুবলী : ক্রাউন অফ ব্লাড’। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন তিনি।
পরিচালক রাজামৌলি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে ক্যাপশনে লিখেছেন, “জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী : ক্রাউন অফ ব্লাড।” এই খবরে ভীষণই উচ্ছ্বসিত দর্শকরা।
তবে পরিচালক জানিয়েছেন বাহুবলীর এই তৃতীয় পার্ট ছবি হিসেবে নয় অ্যানিমেশন ছবি হিসেবে আসবে। মুক্তি পাবে ওটিটিতে। খুব শীঘ্রই সেই ছবির ট্রেলার প্রকাশ পাবে। পরিচালক রাজামৌলির সৃষ্টি মানেই তাতে চমক কিছু থাকবে। প্রথম এবং দ্বিতীয় পর্বের মত তৃতীয় পর্বেও বাহুবলীকে নতুন রূপে সবার সামনে তুলে ধরবেন রাজামৌলি তা নিশ্চিত।
২০১৫ সালে ‘বাহুবলী’ সিনেমার প্রথম পার্ট মুক্তি পায়। প্রভাস এবং তামান্না ভাটিয়া অভিনীত সিনেমার গল্প এবং গ্রাফিক্স দর্শকদের খুবই পছন্দ হয়। ১৮০ কোটি টাকার ছবি ৬৫০ কোটি টাকার রোজগার করেছিল। তবে এই রেকর্ড কার্যত ভেঙে যায় ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার পর।
আরও পড়ুন : ভারতের গৌরবগাথা দেখবে গোটা দুনিয়া, ‘মহাভারত’ নিয়ে বড় ঘোষণা ‘RRR’ পরিচালক রাজামৌলির
When the people of Mahishmati chant his name, no force in the universe can stop him from returning.
Baahubali: Crown of Blood, an animated series trailer, arrives soon! pic.twitter.com/fDJ5FZy6ld
— rajamouli ss (@ssrajamouli) April 30, 2024
আরও পড়ুন : ‘বাহুবলী’ কিংবা ‘আদিপুরুষ’ নয়, ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি কোনটি জানেন?
‘বাহুবলী দ্য বিগিনিং’ দর্শকদের মনে এমন সাড়া ফেলেছিল যে দ্বিতীয় পার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা। ২ বছর অপেক্ষার পর যখন সিনেমাটি মুক্তি পেল তখন মাত্র ১০ দিনেই হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলে ‘বাহুবলী দ্য কনক্লুশন’। একইসঙ্গে দশ দিনের মধ্যে হাজার কোটির ব্যবসা করে ফেলা প্রথম ভারতীয় সিনেমা হিসেবে রেকর্ড করে ফেলেছিল।