আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন বাংলার ‘মেম বউ’ বিনিতা, গর্বিত বাংলা

শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, গায়িকা হিসেবেও শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় বিনীতা চক্রবর্তী (Binita Chakraborty)। বাংলার দর্শকদের কাছে তিনি এখনও ‘মেম বউ’ নামেই পরিচিত। সেই বিনীতা এখন আন্তর্জাতিক মহলে খ্যাতি পেয়েছেন। বাংলা তথা গোটা ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি। মেটা ভার্সের (Meta Verse) প্রথম বাঙালি শিল্পী হিসেবে তিনি পা রাখতে চলেছেন এক নতুন দুনিয়াতে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। তাকে নিয়ে গর্বিত সারা ভারতবর্ষ।

স্টার জলসার ‘মেম বউ’ ধারাবাহিকটিতে এক বিদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই বিদেশিনী ভারতে এসে বাংলার গৃহবধূ হয়ে শ্বশুরবাড়িতে কিভাবে মানিয়ে থাকতে শুরু করে সেই ছিল গল্পের বিষয়বস্তু। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় ছিল। তবে বিনীতা একজন সুগায়িকাও বটে। ‘আপনা টাইম আয়েগা’ গেয়ে জনপ্রিয় হয়েছিলেন তিনি। গানটি এখনও স্পটিফাই, আইটিউনস, অ্যাপেল মিউজিক এবং অ্যামাজন মিউজিকের মত অ্যাপ্লিকেশনে তার গান ভাইরাল হয়েছে। আজও এই গান জনপ্রিয় শ্রোতাদের মধ্যে।

এবার নায়িকা তথা গায়িকা মেটাভার্সের জগতে প্রথম বাঙালি শিল্পী হিসেবে পা রাখছেন। সম্প্রতি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিনীতা তার মায়ের উদ্দেশ্যে একটি গান গেয়ে উপহার দিয়েছেন। তার নতুন ইংরেজি গান ‘লাভ ইউ মম’ মুক্তি পেয়েছে তার ইউটিউব চ্যানেল ‘বিনি ডায়েরিজ’-এ। বিনীতা তার মায়ের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। তার মা প্রাক্তন সেনা কর্মী। বিনীতার মা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মরত ছিলেন। দেশের উদ্দেশ্যে তিনি নিজের জীবন নিয়োজিত করেছেন।

মা বিনীতার কাছে তার প্রথম ভ্যালেন্টাইন। ১২ ই ফেব্রুয়ারি এই নতুন গানটি রিলিজ হয়েছে। বিনীতার গাওয়া এই গানটি মেটাভার্স প্ল্যাটফর্ম নেক্সটমিটে লঞ্চ করেছেন সিইও পুষ্পক কাইপুরম। বিনীতাও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তিনি উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে সামাজিক মাধ্যমে বলেছেন, “এটি এমন একটি যুগের সূচনা যেখানে সঙ্গীত শিল্প মেটাভার্সকে আলিঙ্গন করছে শিল্পীদের দিকে হাত বাড়িয়ে দেবে৷ বিশ্ব এবং রিয়েল-টাইমে এটিও একটি অন্যতম যোগাযোগ মাধ্যম”।

বিনীতা আরও বলেছেন, “ এই যোগাযোগ মাধ্যমের দ্বারা শিল্পীরা একে অপরের কাছে পৌঁছে যাবে এবং নিত্যনতুন শিল্প সৃষ্টি হবে।” উল্লেখ্য, ট্র্যাভিস স্কট, জাস্টিন বিবার, মার্শমেলো, আরিয়ানা গ্র্যান্ডে, শন মেন্ডেস, স্নুপ ডগ এবং লেডি গাগার মতো শিল্পীরা এতদিন দাপিয়ে বেড়িয়েছেন মেটাভার্সের দুনিয়াতে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য বিনীতাও এবার এই জগতে রাজত্ব করবেন। তাকে নিয়ে গর্বিত সারা বাংলা।