প্রকাশ্যে এল হিরো আলম ও বাদাম কাকুর নতুন গান, ভাইরাল ‘বাবু খাইছো কাঁচা বাদাম’

বাংলাদেশে (Bangladesh) অপমানিত, বঞ্চিত হিরো আলম (Hero Alom) নিজের দেশে আর কাজ করবেন না বলে জানিয়েই দিয়েছিলেন। এবার কলকাতাতেই নতুন গানের ভিডিও এবং চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্য রয়েছে তার। যেই ভাবা সেই কাজ, এক মুহূর্ত আর দেরি না করে কলকাতায় এসে পরপর ২ টি গানের রেকর্ডিং করে ফেলেছেন হিরো আলম। রানু মন্ডল এবং বাদাম কাকু (Badam Kaku) ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) সঙ্গে তার গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল সেই গান।

কিছুদিন আগেই কলকাতার লেকটাউন স্টুডিওতে এসে রানু মন্ডলের সঙ্গে একটি রোমান্টিক বাংলা গানে ডুয়েট গেয়েছিলেন হিরো আলম। অন্যদিকে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরের সঙ্গে একটি মজার গানে ডুয়েট গেয়েছেন বাংলাদেশি এই নায়ক। গানের নাম, ‘বাবু খাইছো কাঁচা বাদাম’!

লাল রঙের স্যুট পরে গানের রেকর্ডিং স্টুডিওতে হাজির হয়েছিলেন হিরো আলম। অন্যদিকে কমলা রঙের পাঞ্জাবি গায়ে বাংলাদেশী গায়কের সঙ্গে গানের রেকর্ডিং করেন ভুবন বাদ্যকর। গানের শুরুতে রয়েছে ‘আমি বাংলাদেশের বয়, আমি ইন্ডিয়ান ম্যান’। গানের এই ভিডিওর অপেক্ষায় দিন গুনছিলেন যারা, তাদের অপেক্ষার অবসান হল।

ইউটিউবে সদ্য মুক্তি পেয়েছে ভিডিওটি। মুক্তির পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গানের এই ভিডিও। ভিডিওটিতে ভিউ ২ লক্ষ ছাপিয়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই এই গান শুনে মজা পেয়েছেন। আবার অনেকে মজার মজার মন্তব্য করছেন কমেন্ট বক্সে। কেউ লিখছেন, ‘গান শুনে বেঁচে আছি এটাই অনেক!’

কারও মতে, গান শুনে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তারা। তবে ভারত এবং বাংলাদেশের দুই সেলিব্রিটিকে একই প্ল্যাটফর্মে গান গাইতে শুনে প্রশংসাও করছেন অনেকে। অন্যদিকে রানু মন্ডলের সঙ্গে ‘তুমি ছাড়া আমি’ গানের রেকর্ডিং করেছেন হিরো আলম। সেই গানের রেকর্ডিং করার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই নিয়েও জল্পনা তুঙ্গে।