‘খড়কুটো’ ধারাবাহিকে মৃত্যু হল অভিষেকের, প্রয়াত অভিনেতার শেষদৃশ্যে সবার চোখে জল

অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুর পর প্রায় ১ মাস হতে চলেছে। সিনেমার পর্দার এই হ্যান্ডসাম অভিনেতা ছিলেন টলিউডের কার্তিক ঠাকুর। টলিউডে নেপোটিজমের দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে শেষমেষ ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেও ধারাবাহিকে অভিনয়ের ধারাবাহিকতায় তিনি বজায় রেখেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত ‘মোহর’ এবং ‘খড়কুটো’তে (Khorkuto) দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন তিনি।

প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এই দুই ধারাবাহিকে তার চরিত্রে নতুন মুখ আনা হয়নি। মোহর ধারাবাহিক শেষ হয়েছে কিছুদিন আগেই। অন্যদিকে ‘খড়কুটো’ এখনও চলছে। গুনগুনের ড্যাডি চরিত্রে অভিনয় করতেন অভিষেক। তার প্রয়াণের পর ধারাবাহিকের গল্পে এসেছে পরিবর্তন। এবার এই চরিত্রের বিদায় নেওয়ার পালা।

Abhisekh Chatterjee Opens Up About Recent Celebrities

অভিনেতার মৃত্যুর পর ধারাবাহিকের গল্পে দেখানো হয় অন্তঃসত্ত্বা মেয়ে গুনগুনকে রেখে জরুরি কনফারেন্সের কাজে এক সপ্তাহের জন্য ইতালি গিয়েছেন ডাক্তার কৌশিক। তবে ইতালি থেকে তার আর ফিরে আসা হল না। তার এক সহকর্মী বাবিনকে ফোন করে জানান হৃদরোগে আক্রান্ত হয়ে কৌশিকবাবুর মৃত্যু হয়েছে। ধারাবাহিকের এই দৃশ্য বাস্তবের সঙ্গে হুবহু মিলে যায়।

Trina Saha is Upset on Abhishek Chatterjee`s Demise

বাস্তবেও অভিষেকের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। ধারাবাহিকের পর্দাতেও তেমনটাই দেখানো হয়েছে। বাবিন এসে তার পরিবারকে এই দুঃসংবাদ শোনায়। গুনগুন ছাড়া পরিবারের আর বাদবাকি সকলেই এই খবর জানেন। দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এই দৃশ্য দর্শকদের নজর এই বাস্তবসম্মত ঠেকেছে। দর্শকরা প্রশংসা করে লিখছেন, ‘সবার অভিনয় খুব সাবলীল, মনেই হচ্ছে না অভিনয় করছে’।

গুনগুন যেহেতু গর্ভবতী তাই তাকে এখনই এই দুঃসংবাদ শোনাতে চাইছে না পরিবার। তবে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বারবার মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে গুনগুনের। গুনগুনের থেকে আর কতদিনই বা আসল সত্যিটা লুকিয়ে রাখতে পারবে বাবিন? সত্যিটা জেনে কি প্রতিক্রিয়া দেবে গুনগুন? মানিয়ে নিতে পারবে কি ড্যাডির মৃত্যুর শোক? প্রশ্ন ভর করছে দর্শকদের মনে।