৮ বছরেই যৌন নির্যাতনের শিকার! এই বলিউড নায়িকার অতীত জানলে শিউরে উঠবেন

বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ কিছু নতুন ঘটনা নয়। ইদানিং তারকারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেও আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত এমন কিছু ঘটলে চুপচাপ মেনে নিতে বাধ্য হতেন তারা। বলিউডের প্রায় ৮০ শতাংশ নায়ক-নায়িকা নির্বিশেষে কোনও না কোনও সময় এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আজ আপনাদের শোনাবো বলিউডের এমন এক নায়িকার কাহিনী যিনি মাত্র ৮ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন।

যার কথা বলছি তিনি খুবই কম বয়সে শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আর ইন্ডাস্ট্রির কিছু নোংরা মানুষ তার সঙ্গে এই নোংরামি করে। সেই অভিনেত্রীর নাম অবনীত কৌর। তার বয়স যখন আট বছর ছিল তখন একটি নাচের মহড়ার সময় তাকে ইচ্ছাকৃতভাবে নোংরা স্পর্শ করা হয়। অতটুকু বয়সে খারাপ স্পর্শ, ভালো স্পর্শ বুঝতেন না অবনীত। তিনি বাড়িতে ফিরে এসে মাকে সব জানান।

Avneet Kaur

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অবনীত তার সঙ্গে অতীতে ঘটে যাওয়া সেই নোংরা ঘটনার কথা প্রকাশ্যে আনেন। তিনি বলেন তার মা বিষয়টি জানার পর তাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের পার্থক্য বোঝান। অতটুকু বয়সে হয়তো বা সেটা তার না জানলেও চলত। কিন্তু তার মা তাকে খোলাখুলিই সবকিছু বুঝিয়েছিলেন। এরপর থেকে অবনীত সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন।

আরও পড়ুন : শুটিং দেখানোর নাম করে নিজের বোনকে ধর্ষণ, জিতেন্দ্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Avneet Kaur

আরও পড়ুন : ‘আমার স্তনে হাত, তারপর হস্তমৈথুন’! যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দীপিকার নায়ক ভিন ডিজেল

শুধু শারীরিক নয়, মৌখিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল ছোট্ট অবনীতকে। তখন তার বয়স ছিল ১১ বছর। একবার শুটিং চলাকালীন বারবার একটি জিনিস ভুলে যাচ্ছিলেন অভিনেত্রী। পরিচালক তখন মাইক অন করে তাকে কড়া ভাষায় তিরস্কার করেন। ছেলেবেলার এই ঘটনাগুলো আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তবে জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, বাবা-মাকে সব সময় পাশে পেয়েছেন অভিনেত্রী। তাদের সাপোর্টেই আজকে তিনি এতদূর পর্যন্ত পৌঁছাতে পারলেন।