“তারকা তারাই যারা…!” অহংকারী মিঠাইকে নিয়ে মুখ খুললেন অনস্ক্রিন ‘পিপি’ অর্পিতা

ছোট পর্দার যে কোন অভিনেতা বা অভিনেত্রীর স্বপ্ন থাকে বড় পর্দায় একদিন অভিনয় করার আর সেই স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যেই পূরণ করতে পেরেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বড় পর্দায় পদার্পণ করার সাথে সাথে ছোট পর্দার এই অভিনেত্রী নাকি হয়ে উঠেছেন ভীষণ অহংকারী। সত্যি কি মিঠাই অহংকারী? আসল ঘটনা জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee)।

বড় পর্দায় পদার্পণ করার সাথে সাথে অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছিল একাধিক কটাক্ষ। কেউ বলেছিলেন, এই হাইটে দেবের সঙ্গে একেবারেই মানাবে না অভিনেত্রীকে। আবার কেউ কেউ বলেছিলেন, দেবের পা চেটে কাজ পেয়েছেন তিনি। যদিও কখনো এই কটাক্ষকে কর্ণপাত করেননি সৌমিতৃষা কিন্তু তার বলা একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল।

SOUMITRISHA KUNDU

এক সংবাদ মাধ্যমে তরফ থেকে নেওয়া সাক্ষাৎকারে যখন অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ছোট পর্দায় যে খ্যাতি তিনি অর্জন করেছেন সেই খ্যাতি যদি ছবির নায়িকা হয়ে না পান তিনি তখন কি করবেন? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, “ছোট পর্দায় আমার মতো কেউ স্টার হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।” স্বাভাবিকভাবেই এই বক্তব্যটি শুনে অনেকেই ছোট পর্দার মিঠাইকে অহংকারী বলে কটাক্ষ করেছিলেন। এবার মিঠাইয়ের পাশে দাঁড়ালেন অন স্ক্রিন পিসি অর্পিতা মুখার্জী।

সত্যিই কি সৌমিতৃষা অহংকারী? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় অর্পিতা বলেন, “সুপার স্টার কিংবা তারকা হওয়া একেবারেই কোন সোজা কথা নয়। একজন তারকা হতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। ও সেটা করে দেখিয়েছে। সৌমীর এটা নতুন শুরু। ও একজন ভালো অভিনেত্রী। একদম ঠিক পথে হাঁটছে ও। যত বড় ও হবে, তত ওকে নিয়ে আলোচনা হবে। এই বিষয় নিয়ে আমার কোন মতামত নেই।”

ARPITA MUKHERJEE

পর্দার মিঠাইয়ের মত অর্পিতাও কি নিজেকে একজন সুপারস্টার বলে মনে করেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, “এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি যদি নিজেকে স্টার বলে মনে করি তাহলে আমি স্টার, আর যদি না মনে করি তাহলে নয়। তবে এটুকু বলতে পারি, সুপারস্টার তারাই যারা ব্যবসা দেন। সুপারস্টার বলা হয় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মতো তারকাদের।”

আরও পড়ুন : শাড়ি-ব্লাউজ খুলে নতুন রূপে ধরা দিল পর্ণা, নিমিষে ভাইরাল ছবি

ARPITA MUKHERJEE

আরও পড়ুন : সিরিয়াল অভিনেতাদের কাজ দেয় না টলিউড! ইন্ডাস্ট্রির ‘লবিবাজি’ নিয়ে বিস্ফোরক জয়জিৎ ব্যানার্জী

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘প্রধান’। এই সিনেমায় দেব এবং সৌমিতৃষা ছাড়াও অভিনয় করবেন সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। যেভাবে এই সিনেমাটির স্টারকাস্ট করা হয়েছে তাতে এই সিনেমাটি যে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করবে তা বলাই বাহুল্য।