ওটিটি প্লাটফর্মে এই প্রথম অভিনয় করতে চলেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। জয়জিৎ বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ‘জন্মভূমি’ সিরিয়ালের হাত ধরে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন তা আজও বর্তমান। তবে এত বছর টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কিছু ক্ষোভ তিনি পুষে রেখে দিয়েছিলেন মনে, যার বহিঃপ্রকাশ ঘটল সম্প্রতি। ইন্ডাস্ট্রির লবি বাজি নিয়ে সর্বসমক্ষে কথা বললেন জয়জিৎ।
টলিউড হোক অথবা বলিউড, বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা এখন সমানভাবে কাজ করছেন ওটিটি প্লাটফর্মে। এবার সেই তালিকায় নাম লেখালেন জয়জিৎ। ‘ রাজা, রানী ও রোমিও’, নামক ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন জয়জিৎ। ক্লিক নামক একটি ওটিটি প্লাটফর্মে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজটি দেখা যাবে খুব শীঘ্রই।
ওয়েব সিরিজে জয়জিৎ ছাড়াও অভিনয় করবেন স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল, রাতশ্রী দত্ত। একটি রোমান্টিক থ্রিলারের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিরিজটি। ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে আনন্দবাজার অনলাইনকে জয়জিৎ বলেন, “আসলে ইন্ডাস্ট্রিতে লবির লোক না হলে সিরিজ বা সিনেমায় কাজের সুযোগ পাওয়া যায় না তেমন ভাবে। অনেক পরিচালক ভাবেন সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা বড়পর্দায় বা সিরিজের অভিনয় করতে পারেন না।”
জয়জিৎ আরো বলেন, “জয়দীপের সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি। ও একজন চমৎকার পরিচালক। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনই কোন কথা বলবো না। দেখে বলতে হবে কেমন হয়েছে। খুব শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে।” জয়জিৎ ছাড়াও বাংলা ধারাবাহিকের আরো একটি বিখ্যাত জুটিকে আমরা দেখতে পাবো এই ওয়েব সিরিজে।
আরও পড়ুন : সিনেমায় দেখালে ঠিক আর সিরিয়ালে দেখালেই দোষ? ‘অ্যানিমাল’ দেখে ক্ষোভে ফুঁসছেন ‘তিতলি’
স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকটিকে নিশ্চয়ই মনে আছে? এই সিরিয়ালের দৌলতে অর্পণ ঘোষাল এবং স্বীকৃতি মজুমদারের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। সিরিয়ালটি শেষ হয়ে যাবার পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন স্বীকৃতি এবং অর্পণকে আরো একবার একসঙ্গে দেখার জন্য। সেই অপেক্ষারই এবার অবসান ঘটলো। ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে অভিনয় করলেন অর্পণ এবং স্বীকৃতি।
আরও পড়ুন : “পরকীয়া সুস্থতার লক্ষণ!”, অপরাজিতা আঢ্যের কথা শুনে ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
এই ওয়েব সিরিজটি নিয়ে অর্পণ জানিয়েছেন, “বৃষ্টির কারণে শুটিং সম্পূর্ণ হবে না বলে আমরা মনে করছিলাম কিন্তু তা হয়নি। জয়দীপদার জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। খুব ভালোভাবে শুটিং হয়েছে আমাদের। আশা করি আপনাদেরও গল্প ভীষণ ভালো লাগবে।”
আরও পড়ুন : অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালের নায়ক, গীতা LLB -র নায়ক আসলে কে?