বলিউড গায়ক (Bollywood Singers) -রা যে শুধু বলিউড সিনেমাতেই গান গেয়ে থাকেন এমন নয়। বিভিন্ন অ্যালবাম থেকে শুরু করে অনুষ্ঠানেও সশরীরে হাজির হয়ে গান গেয়ে শোনান তারা। জানলে অবাক হবেন সিনেমাতে প্লেব্যাক গাওয়া কিংবা নিজস্ব অ্যালবামে গাওয়ার তুলনায় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অধিক রোজগার করেন তারা। বলিউড গায়করা লাইভ পারফরমেন্সে (Live Performence) গান গাইতে কত টাকা (Bollywood Singers Charges Per Stage Performence) নেন? জেনে নিন।
এ আর রহমান (A R Rahman) : এ আর রহমান জাতীয় এবং অস্কার পুরস্কার প্রাপ্ত একজন গায়ক। একবার নয় পরপর দুবার অস্কার পুরস্কার জিতেছেন তিনি। হিন্দির পাশাপাশি তেলেগু এবং ভারতের অন্যান্য ভাষাতে তার গান বেশ জনপ্রিয়। এ আর রহমান মঞ্চে গান গাওয়ার জন্য ১.৫ কোটি টাকার বেশি চার্জ করেন।
বাদশা (Badshah) : ভারতের রেপ সংগীতের দুনিয়ার বাদশা তিনি। তার হাত ধরেই আফ্রিকার এই সংগীত ঘরানা ভারতে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার ভুডু গান আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা পেয়েছে। বাদশা লাইফ পারফরমেন্সের জন্য ঘন্টায় ৪০ লক্ষ টাকার বেশি নিয়ে থাকেন। সেই সঙ্গে অনুষ্ঠানে তার আসা-যাওয়া থেকে থাকা-খাওয়া সংক্রান্ত খরচ আয়োজকদের দিতে হয়।
মোহিত চৌহান (Mohit Chauhan) : রকস্টার ছবিতে মোহিত চৌহানের গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শ্রোতারা। ওই ছবি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। তিনি মঞ্চে পারফর্ম করার জন্য ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন।
সুনিধি চৌহান (Sunidhi Chauhan) : ভারতের গায়িকাদের মধ্যে সুনিধিও বেশ জনপ্রিয়। তিনি তার দারুন কণ্ঠের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছেন। বলিউডের প্লেব্যাক গাওয়ার পাশাপাশি মঞ্চে অনুষ্ঠান করে থাকেন তিনি। তার জন্য পারিশ্রমিক হিসেবে সুনিধি ৪০ লক্ষ টাকা নেন।
সোনু নিগম (Sonu Nigam) : বলিউডে একাধিক ছবিতে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সোনু। যেগুলোর জনপ্রিয়তা আজও আছে। এখন আর তাকে প্লেব্যাক করতে শোনা যায় না। মঞ্চে অনুষ্ঠান করে তিনি ৩২ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) : বাঙালি গায়কদের মধ্যে শ্রেয়া ঘোষাল হলেন ভারতের অন্যতম একজন জনপ্রিয় গায়িকা। এই মুহূর্তে বলিউডে প্লেব্যাক গাওয়ার ক্ষেত্রে তার পারিশ্রমিক সবথেকে বেশি। শ্রেয়া ২০ থেকে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন একটি গান গাওয়ার জন্য। লাইভে তাকে শুনতে হলে ১ কোটি টাকার আশেপাশে পারিশ্রমিক দিতে হয়।
আরও পড়ুন : আমেরিকাতে এই দিনে পালন হয় ‘শ্রেয়া ঘোষাল ডে’, কারণটা জানলে গর্বে বুক ফুলবে আপনারও
অরিজিৎ সিং (Arijit Singh) : বর্তমানে জনপ্রিয়তার বিচারে বলতে গেলে সবার প্রথমে রয়েছেন অরিজিৎ সিং। তার এক একটি লাইভ অনুষ্ঠান মানেই সেখানে ভক্তের সমাগমের তিলধারণের জায়গা থাকে না। তিনি মঞ্চে পারফর্ম করার জন্য ঘন্টায় ১.৫ কোটি টাকা নিয়ে থাকেন। সেই সঙ্গে তার যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করতে হয় আয়োজকদের।
আরও পড়ুন : সস্তার হোটেল খুললেন অরিজিৎ সিং, খাবারের মেনু ও দাম দেখলে বিশ্বাসই হবে না