আরিজিতের মতোই অসাধারণ গলা, টলিউডে পা দিল অরিজিৎ সিং-এর বোন

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহর থেকে ২১৯ কিলোমিটারের পথ অতিক্রম করে কলকাতায় কেরিয়ার শুরু করেছিলেন দাদা। বোনও দাদার দেখানো পথেই এগোলেন। টলিউড তথা বলিউড, সারা ভারতবর্ষ জুড়ে এখন শুধুই অরিজিত সিংয়ের (Arijit Singh) জয়জয়কার। জিয়াগঞ্জ শহরের বুক থেকে ভাগ্যপরীক্ষা করতে এবার টলিউডে এসে পৌঁছলেন তার বোন অমৃতা সিংও (Amrita Singh)।

অমৃতা ইতিমধ্যেই টলিউডের ছবিতে গান গেয়ে ফেলেছেন। তবে তার লক্ষ্য আরও বড়। দাদার মতই একদিন নামী শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। অরিজিৎ সিংয়ের পাশাপাশি তার বোনের কন্ঠস্বরেও মুগ্ধ টলিউড। দাদার সঙ্গে তার বয়সের পার্থক্যটা সাড়ে চার বছরের। গানের জগতে তিনি যখন পা রাখলেন তখন তার দাদা টলিউড তথা বলিউডের একজন নামী তারকা।

অমৃতা তার মায়ের কাছেই সংগীতের প্রাথমিক শিক্ষা নিয়েছেন। অরিজিৎ এবং অমৃতার মা গানের জগতের সঙ্গে যুক্ত। মায়ের গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারী এবং দাদা রাজেন্দ্র প্রসাদ হাজারীর কাছেও গান শিখেছেন অমৃতা। অমৃতা কলকাতায় কৌশিকী চক্রবর্তীর কাছেও গানের তালিম নিয়েছেন।

টলিউডের সংগীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়ের নজরে পড়ে যান অমৃতা। মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি’র ‘ভুলে যেও আমাকে’ গানটি অমৃতাই গেয়েছেন। গানটি বেশ হিট হয়েছিল। সেই থেকেই শুরু। অমৃতা ‘হেট স্টোরি ফোর’-এ জুবিন নটিয়ালের সঙ্গে একটি গান গেয়েছেন। কিন্তু বাংলা ছবিতে এটাই তাঁর প্রথম গান।

দাদার দেখানো পথে পথ হেঁটে দাদার মতই বড় গায়িকা হতে চান অমৃতা। গান নিয়ে দুজনের মধ্যে আদান-প্রদান চলে। দাদার সঙ্গে একই স্টেজে গানও গেয়েছেন তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নিলয় মজুমদারকে বিয়ে করে সংসারী হয়েছেন অমৃতা।

নিলয়ও জিয়াগঞ্জেরই ছেলে। তিনি পেশায় একজন সাউন্ড প্রোগ্রামার। অমৃতা এখন টলিউডের পাশাপাশি বলিউডের জন্যেও প্রস্তুতি নিচ্ছেন। গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরেও যেতে চান তিনি। অরিজিতের মতো তার বোনকে নিয়েও আশাবাদী টলিউড।