পানামা কেলেঙ্কারির জের, মুখ পুড়লো বচ্চন পরিবারের, ইডির নজরে অমিতাভ বচ্চন

মাদক বিতর্কের পর বলিউডের মুখ পোড়াচ্ছে পানামা নথি কেলেঙ্কারি (Panama Leak Case)! একের পর এক বলিউড (Bollywood) তারকা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। ইডির নজরে রয়েছেন তারা। বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারও জড়িয়ে পড়েছেন এই কেলেঙ্কারির সঙ্গে। বচ্চন পরিবারের অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে অভিষেক বচ্চন (Abhishek Bachchan), ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে।

পানামা নথি কেলেঙ্কারির তদন্তের খাতিরে ঐশ্বর্য রাই বচ্চনকে সোমবার টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কর ফাঁকি দিয়ে বিদেশে প্রচুর সম্পত্তি রাখার অভিযোগে বিদেশি মুদ্রা আইনে বিশ্ব সুন্দরীকে তলব করে পাঠায় ইডি। ঐশ্বর্যের বিরুদ্ধে অভিযোগ, দেশে কর ফাঁকি দিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিজের সম্পত্তি গচ্ছিত রেখেছেন তিনি।

২০০৫ সালে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অমিক পার্টনার নামের একটি কোম্পানির গড়ে ওঠার সঙ্গে ঐশ্বর্যের সংযোগ রয়েছে কিনা জানতে চেয়েছে ইডি। ঐশ্বর্যের বাবা, মা এবং ভাই এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। এছাড়াও মোসাক ফসেনকা সংস্থাটি কোন আইনি ফার্মে নথিভূক্ত করা হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে রাই সুন্দরীর কাছে। উল্লেখ্য, ২০১৬ সালে ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি ফাঁস করে দেয় মোসাক ফসেনকা নামের এই আইনি ফার্মটি।

ইডি ঐশ্বর্যকে প্রশ্ন করেছে, কেন ২০০৫ সালে অমিক পার্টনার কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যান? কেনই বা ২০০৮ সাল থেকে নিষ্ক্রিয় হয়ে যায় এই কোম্পানি? টাকা-পয়সা লেনদেনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে অনুমতি নিয়েছিলেন কি ঐশ্বর্য? সূত্রের খবর, ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ঐশ্বর্য গত ১৫ বছরের বিদেশি অর্থ লেনদেনের তথ্য ইডির হাতে তুলে দেন।

এর আগেও দু’বার ইডি ঐশ্বর্যকে তলব করে পাঠিয়েছিল। তখন তিনি সময় চেয়ে নিয়েছিলেন। তবে এবার আর ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না তিনি। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে পানামা নথি কেলেঙ্কারি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। পানামা পেপারে নাম থাকার কারণে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীত্ব খোওয়াতে হয়েছে। অমিতাভ বচ্চনসহ ভারতের ৫০০ জনের নাম রয়েছে এই পানামা নথি মামলাতে।

নরেন্দ্র মোদি সরকার অমিতাভ বচ্চনসহ ভারতের বেশ কিছু বিশিষ্ট জনের বিরুদ্ধে এই মামলার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। ভারতীয় অভিনেতা, ক্রীড়াবিদ এবং ব্যবসায়ীসহ বেশ কিছু বিশিষ্টজনের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ রয়েছে। শুল্ক দফতরের আধিকারিকেরা এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। একমাস আগে অভিষেক বচ্চনকেও ইডি অফিসে হাজিরা দিতে হয়েছিল। এবার নাকি অমিতাভ বচ্চনকেও মামলার তদন্তে তলব করা হতে পারে বলেই আভাস মিলছে।