অরিজিতের মাথায় ভেঙে পড়লো বাজ! কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ গায়ক

কাছের মানুষকে হারালেন অরিজিত সিং! প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ গায়ক

আজ অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে গর্ব করে না এমন বাঙালি দেখতে পাওয়া যায় না। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি ছেলে আজ সারা বিশ্বের গানের জগতে রাজ করছে। তবে যে মানুষটির গান দুঃখের দিনে মলমের মতো কাজ করে সেই অরিজিৎ সিং-এর জীবনে এবার নেমে এলো শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।

একজন বিরাট বড় গায়ক হলেও অরিজিৎ ভীষণ সাধারণভাবেই জীবন কাটাতে ভালোবাসেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটি স্কুটি করে গায়ককে চলাফেরা করতে দেখা যায়। কাছের মানুষের কাছে অরিজিৎ আজও ঠিক আগের মতই ভীষণ কাছের। জিয়াগঞ্জের প্রাণ অরিজিৎ।

ARIJIT SINGH

মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ নিজের গ্রাম জিয়াগঞ্জকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেন। আজ অরিজিৎ পরিচালিত সংস্থার উদ্যোগে জিয়াগঞ্জ তৈরি হয়েছে একাধিক হাসপাতাল, খেলার মাঠ এবং স্কুল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দান করেছেন অরিজিতের স্কুল তৈরির জন্য।

এহেন মাটির মানুষ অরিজিতের জীবনে নেমে এলো শোকের ছায়া। খুব কাছের একজন মানুষকে হারালেন তিনি। স্বাভাবিকভাবেই এটি যে কোনও মানুষের কাছে একটি কঠিন সময়। কিন্তু কাকে হারালেন অরিজিৎ? জানা গেছে, অরিজিৎ সিং-এর দিদিমা ভারতী দেবী প্রয়াত হয়েছেন।

Arijit Singh

৮২ বছর বয়সে গত রবিবার জিয়াগঞ্জে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী দিদিমার। প্রিয় দিদিমার মৃত্যুর খবর শুনে সমস্ত কাজ ফেলে জিয়াগঞ্জের ছুটে আসেন অরিজিৎ। স্ত্রী কোয়েলকে স্কুটিতে চাপিয়ে শ্মশানে যান তিনি। দিদিমার শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন : ছেলেবেলায় জুটেছিল ‘চোর’ অপবাদ! প্রকাশ্যে এল অরিজিৎ সিং-এর ছেলেবেলার সিক্রেট

Arijit Singh

আরও পড়ুন : অরিজিৎ সিংকে নিয়ে বিরাট ঘোষণা মমতা ব্যানার্জীর! শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা

জানা গেছে, দিদার সঙ্গে অরিজিতের বন্ডিং বেশ ভালোই ছিল। নাতিকেও ভীষণ ভালোবাসতেন ভারতী দেবী। অরিজিৎ এর বাবা জানিয়েছেন, বার্ধক্য জনিত কারণেই ভারতী দেবীর মৃত্যু হয়েছে। গায়কের পরিবারের তরফ থেকে সকলকে ভারতী দেবীর আত্মার শান্তি কামনার জন্য আহ্বান জানানো হয়েছে।