কত টাকা ইনকাম ট্যাক্স দেন অরিজিৎ সিং? ফাঁস হল অরিজিতের আয়করের রিপোর্ট

Arijit Singh Tax Money : যার কাছে যত সম্পত্তি, তাঁকে তত বেশি কর দিতে হয় রাজ্য সরকারকে। রাজ্যের করদাতাদের তালিকায় ওপরের দিকে থাকেন একাধিক নেতা-মন্ত্রী, শিল্পী, ব্যবসায়ীরা। তবে সম্প্রতি রাজ্যে যে সর্বোচ্চ করদাতাদের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মাটির মানুষ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)- এর নাম রয়েছে একেবারে প্রথম দিকে (Arijit Singh Income Tax)।

জিয়াগঞ্জে সাদামাটা জীবন অতিবাহিত করেন যে সংগীতশিল্পী, সেই নাকি সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন। খবরটা শুনে কিছুটা অবাক হতেই হয়। শুনলে আরো অবাক হয়ে যাবেন, এই কর দেওয়ার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) পেছনে ফেলে দিয়েছেন তিনি। গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে ব্যক্তিরা আয়করের নিরিখে সবার থেকে এগিয়েছিলেন, তাদের মধ্যে পঞ্চম স্থানে ছিলেন অরিজিৎ, যে স্থান থেকে আরও কিছুটা এগিয়ে গেছেন তিনি।

ARIJIT SINGH

একটি সংবাদমাধ্যম সূত্র থেকে খবর পাওয়া গেছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২- ২০২৩ অর্থ বর্ষে কেন্দ্র সরকার কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা আদায় করেছে আয়কর বাবদ। এই আয় করের বেশিরভাগ এসেছে কর্পোরেট সেক্টর থেকে। কর্পোরেট সেক্টর থেকে কেন্দ্র সরকার আয় করেছে প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি টাকা।

ব্যক্তিগত করদাতাদের তালিকার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে এই রাজ্যের সবথেকে বেশি ব্যক্তিগত ট্যাক্স দিয়েছেন নন্দিনী মোদী, যিনি দিয়েছেন ৭০ কোটি টাকা ট্যাক্স। দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম, যিনি দিয়েছেন প্রায় ৫৯ কোটি টাকা। তৃতীয় নম্বরে রয়েছেন শিল্পপতি বরুণ রাঠি, যিনি ৪৮ কোটি টাকা আয়কর দিয়েছেন।

ARIJIT SINGH

চতুর্থ স্থানেই রয়েছে অরিজিৎ সিং-এর নাম, যিনি ২০২২-২০২৩ অর্থবর্ষে আয়কর দিয়েছেন প্রায় ১৮ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি আয়কর দিয়েছেন ১১ কোটি টাকা। এই তালিকায় শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে, যিনি দিয়েছেন ২.১ কোটি টাকা।

আরও পড়ুন : বেতন বাবার থেকেও বেশি! বড় চাকরি পেল সৌরভ কন্যা, সুখবর দিলেন সৌরভ নিজেই

SOURAV GANGULY

আরও পড়ুন : অরিজিত থেকে শ্রেয়া, গান গেয়ে কে কত পারিশ্রমিক পান? কার পারিশ্রমিক বেশি

এই তালিকায় শিল্পপতি ক্রীড়াবিদ এবং গায়কের নাম থাকলেও তালিকায় নেই কোন টলিউডের তারকার নাম। টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রী এত টাকা ট্যাক্স দেন না বলেই এই তালিকায় নাম উঠে আসেনি তাদের। এই তালিকাই আরো একবার স্পষ্ট করে দেয়, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যতই বিলাসবহুল জীবন যাপন অতিবাহিত করুন না কেন, আয়ের দিক থেকে তাঁরা পিছিয়ে রয়েছেন অনেকটাই।

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? চমকে দেবে তার মোট সম্পত্তির পরিমাণ