আইসল্যান্ডের বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, প্রতি রাতের ভাড়া মাথা ঘুরিয়ে দেবে

বিশ্বের বহু পর্যটকদের পছন্দের ভ্রমণ কেন্দ্র হল আইসল্যান্ড (Iceland)। এখানেই রয়েছে বিখ্যাত ব্লু লেগুন (Blue Lagoon) হৃদ। বহু মানুষের ধারণা, হৃদের জলে স্নান করলে নাকি ত্বকের সব ধরনের সমস্যা চলে যায়। সম্প্রতি আইসল্যান্ডের এই হৃদে স্নান করতে দেখা গিয়েছে টলিউড (Tollywood)-এর জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা‌ (Ankush Hazra) ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)-কে।

সুন্দর এই দেশে এক রাত থাকতেই মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। আসলে শ্যুটিংয়ে না থাকলে মাঝে মধ্যেই ছুটি কাটাতে দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পরেন টলিউডের এই তারকা জুটি। তবে এবার তারা গিয়েছেন সুদূর আইসল্যান্ডে। সেখানে গিয়ে দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন।

ANKUSH HAZRA AND OINDRILA

সেই ছবি দেখেই নেটিজেনরা অবাক হয়েছেন। ছবিতে দেখা গিয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা ব্লু লেগুনের জলে শরীর ডুবিয়ে স্পা-এর আমেজ নিচ্ছেন। এই জলে স্নান করা সত্যিই একটা দারুন অভিজ্ঞতা। তাই সব পর্যটকরাই আইসল্যান্ডে আসেন এই হৃদে স্নান করার জন্য।

প্রতিদিন প্রায় ৫০০ জন পর্যটক প্রবেশ করতে পারেন এই হৃদের জলে। ব্লু লেগুনের জল কিন্তু যথেষ্ট উষ্ণ হয়। এই জলের তাপমাত্রা থাকে প্রায় ৩৭° থেকে ৩৯° সেলসিয়াস। এছাড়াও হৃদের জলে রয়েছে সালফার, সিলিকা যা ত্বকের সকল সমস্যার সমাধান করতে সাহায্য করে।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

তবে এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য অনেক টাকাও খরচ করতে হবে। জানা গিয়েছে, ব্লু লেগুনে থাকার মোট তিনটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে স্পায়ের প্যাকেজটি জন্য ভারতীয় মূদ্রায় প্রায় ৭,৫০০ টাকা খরচ করতে হয়। তবে রাত কাটাতে প্রায় ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

আরও পড়ুন : জিৎ, দেব থেকে প্রসেনজিৎ, বাংলার তারকাদের সম্পত্তির পরিমাণ জানলে ভিরমি খাবেন

কিছুদিন আগে সুপারস্টার দেব (Dev) ও তার বান্ধবী অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) আইসল্যান্ডের ব্লু লেগুনে বেরাতে গিয়েছিলেন। এই প্রসঙ্গ টেনে অঙ্কুশকে কটাক্ষও করেছেন নেটপাড়ার বহু মানুষ। একজন বলেছেন, ‘অঙ্কুশ নাকি দেবকে নকল করে ঘুরতে গিয়েছে।’

আরও পড়ুন : হাতে শাঁখা পলা কপালে সিঁদুর, ‘সাত পাকে বাঁধা’ পড়লেন ঐন্দ্রিলা! নিমন্ত্রণ পেলেন না অঙ্কুশ