খোলামেলা পোশাকে উপচে পড়ছে যৌবন, সৃজলার বোল্ডনেস ঘুম কাড়লো নেটপাড়ার

গঙ্গার ধারে বিকিনি ফটোশুট, সৃজলার হটনেস দেখে চোখ সরছে না নেটিজেনদের

সোশ্যাল মিডিয়াতে একের পর এক ধামাকা দিয়েই চলেছেন মন ফাগুন (Mon Phagun) অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। কিছুদিন আগেই প্যান্ট ছাড়া স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছিলেন তিনি। তার হটনেস দেখে চমকে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আর এবার বিকিনি পোশাক পরে খোদ কলকাতার বুকে গঙ্গার ধারে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তিনি (Srijla Guha Hot Photoshoot)। দেখে চোখ সরাতে পারছে না কেউ।

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের মন ফাগুন সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন সৃজলা। প্রথম সিরিয়ালেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রীদের মধ্যে তিনি একজন হয়ে উঠেছেন। তবে প্রায় এক বছর ধরে তাকে আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি সক্রিয় রয়েছেন।

SRIJLA GUHA

ইনস্টাগ্রামে প্রায়শই নিজের বিভিন্ন ফটোশুটের ছবি তিনি শেয়ার করে থাকেন। এর আগেও তাকে বোল্ড লুকে বহুবার দেখেছেন দর্শকরা। বিকিনি লুকে শুধু বলিউড অভিনেত্রীরা নন, এখন বাংলা সিরিয়ালের অভিনেত্রীরাও বেশ স্বচ্ছন্দ্য হয়ে উঠেছেন। তবে কোনও সমুদ্রের বুকে নয়, কলকাতা শহরে গঙ্গার ধারেই বিকিনি ফটোশুট সেরেছেন অভিনেত্রী।

প্রত্যেকবারের মত এবারেও সৃজলা তার হটনেসে মুগ্ধ করেছেন সকলকে। ফ্লোরাল প্রিন্টের বিকিনি পোশাকের উপর সুন্দর গোলাপী রঙের একটি স্কার্ট পরেছেন তিনি। গোলাপি হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা মাথার চুল। খোলামেলা পোশাকের ফাঁক দিয়ে তার কোমরের ট্যাটুটাও ফ্লন্ট করছে। সৌন্দর্যে ফের একবার সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী।

আরও পড়ুন : সৃজলার সঙ্গে কেন ভাঙলো ৮ বছরের সম্পর্ক? অবশেষে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক রোহন

কখনও নাচের ভিডিও কখনও আবার ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের নজর কাড়তেই থাকেন অভিনেত্রী। তার বেশিরভাগ ছবির মধ্যেই হট এবং সিজলিং লুক থাকে যা দেখলে চোখ সরানো যায় না। সৃজলাকে ভালবেসে তার ভক্তরা বলেন বাংলার নোরা ফাতেহি। তার বেলি ড্যান্স খুবই বিখ্যাত ভক্তদের মধ্যে।

আরও পড়ুন : সুর-তালের পিন্ডি চটকে গান গাইল ‘মন ফাগুনে’র পিহু! শুনে পালাই পালাই দশা শ্রোতাদের